পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যসচিবের কী ভুল ছিল ! বাঙালি বলেই কি প্রতিহিংসা, প্রশ্ন মমতার - Chief Secretary Alapan Bandyopadhyay

মুখ্যসচিব বাঙালি বলেই কি এত রাগ ? সেই কারণেই কি বদলি ? প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মনে করিয়ে দিলেন, তিনি এর আগে রাজীব সিনহার সঙ্গে কাজ করেছেন ৷ রাজ্য সরকার কখনও বৈষম্য করে না ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : May 29, 2021, 5:26 PM IST

Updated : May 29, 2021, 5:41 PM IST

কলকাতা, 29 মে : আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছে ৷ শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক গোটাটাই আবর্তিত হয়েছে মুখ্যসচিবকে ঘিরে ৷ কখনও গরম, কখনও নরমে বুঝিয়ে দিলেন আলাপন ইস্যুর জল এখনও অনেক দূর পর্যন্ত গড়াতে চলেছে ৷ বললেন, "বাংলার উন্নতির জন্য যা করতে হয়, সব করব ৷ আমাকে যদি প্রধানমন্ত্রী বলেন, আমার পা ধরো... আমি বাংলাকে সাহায্য করব... আমি সেটাও করতে রাজি ৷"

প্রশ্ন তুললেন, মুখ্যসচিবের কী ভুল ছিল ! উল্লেখ্য, রাজ্যের বর্তমান মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ৷ রাজ্যের আবেদনের পর মুখ্যসচিবের কাজের মেয়াদ 3 মাস বাড়ানো হয়েছিল ৷ তারপর কীভাবে তাঁকে দিল্লিতে ডাকা হল, তা নিয়ে আজ সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে ক্রমাগত ক্ষোভ উগরে দেন তিনি ৷

সরাসরি অভিযোগ তুললেন কেন্দ্রের বিরুদ্ধে ৷ বললেন, বাংলাকে কাজ করতে দিচ্ছে না কেন্দ্র ৷ তাঁর মতে, নির্বাচনে হেরে যাওয়াটা এখনও মেনে নিতে পারছে না বিজেপি ৷ প্রতিহিংসার রাজনীতি করছে ৷ আলাপন বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশটাও সেই কারণেই দেওয়া হয়েছে বলে মনে করছেন তিনি ৷

কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন : আমার ও মুখ্যসচিবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে : মমতা

একইসঙ্গে মমতার প্রশ্ন, মুখ্যসচিব বাঙালি বলেই কি এত রাগ ? সেই কারণেই কি বদলি ? উত্তরও দেন নিজেই ৷ মনে করিয়ে দিলেন, তিনি এর আগে রাজীব সিনহার সঙ্গে কাজ করেছেন ৷ রাজ্য সরকার কখনও বৈষম্য করে না ৷ কখনও বাঙালি আবার কখনও অবাঙালি মুখ্যসচিব নিয়ে কাজ করেছেন তিনি ৷ আলাপন বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার যে চিঠি পাঠানো হয়েছে, তা ফিরিয়ে নেওয়ার আবেদনও জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : May 29, 2021, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details