পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে সরব মমতা, সোশাল মিডিয়ায় কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী - মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: রেলের ভাড়াবৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার সোশাল মিডিয়ায় রেলের যাত্রী নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ৷

Etv Bharat
রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে সরব মমতা

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 6:09 PM IST

কলকাতা, 19 নভেম্বর: দেশ যখন ভারত-অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল নিয়ে মজে ঠিক তখন রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে সরব প্রাক্তন রেলমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার সোশাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন তিনি। সাধারণ মানুষের ভরসার কেন্দ্রস্থল ভারতীয় রেল যে ক্রমেই মূল্যবৃদ্ধির আওতায় চলে আসছে তাও এদিন তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স বার্তায় লিখেছেন, "দুঃখের বিষয় যে এই মুহূর্তে রেলের যাত্রী ভাড়া অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে।" তাঁর অভিযোগ, "কখনও কখনও ট্রেনের ভাড়া, বিমান ভাড়ার চেয়েও বেশি হচ্ছে।" এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, "জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ কোথায় যাবে?" তিনি আরও লেখেন, রেলের বর্ধিত ভাড়া রদ করার পাশাপাশি তা কমাতে হবে। একইসঙ্গে যাত্রী সুরক্ষা এবং রেলের নিরাপত্তার উপরে জোর দিতে হবে।

তিনি সোশাল মিডিয়ায় আরও বলেন, "রেলমন্ত্রী থাকাকালীন আমি অ্যান্টি কলিশন ডিভাইস এবং অন্যান্য দুর্ঘটনা রোধকারী ব্যবস্থা চালু করেছিলাম। ক্রমবর্ধমান ট্রেন দুর্ঘটনা এড়াতে কেন এই ধরনের ব্যবস্থাপনাগুলিকে ব্যবহার করা হচ্ছে না। অথচ জন বিরোধী ভাবে ভারত শাসন নিয়ন্ত্রণহীন হয়ে চলেছে।"

সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ঘটনার সময় বারবার মমতা বন্দ্যোপাধ্যায় রেলের যাত্রী নিরাপত্তা এবং সেফটি সিকিউরিটি নিয়ে সরব হয়েছেন। তিনি একথাও জানিয়েছিলেন, তাঁর সময় চালু হওয়া অ্যান্টি কলিশন ডিভাইস চালু করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হত। এদিন সেই বিষয়টি নিজের বক্তব্যে আরও একবার তুলে ধরেন বাংলার প্রাক্তন রেলমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখের উপর রেলের ভাড়া বৃদ্ধি থেকে পরিকাঠামো সব নিয়েই আরও একবার রেলমন্ত্রককে একহাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details