কলকাতা, 23 মে: রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নাম চূড়ান্ত করতে সোমবার নবান্নে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে শুভেন্দু অধিকারী সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে এদিনের বৈঠকে যোগ দেননি । তাঁর অনুপস্থিতিতেই এদিন রাজ্য মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারম্যান হিসেবে প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee proposed the name of Human Rights Commission Chairman) । একইসঙ্গে, লোকায়ুক্ত পদে অসীম কুমার রায়ের নামও প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মুখ্যমন্ত্রী এদিন জানান, গত 27 ডিসেম্বর লোকায়ুক্ত নিয়ে বৈঠক হয়েছিল । তখন থেকেই অসীম রায় কাজ করছেন । ফের তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে । আর দীর্ঘদিন ধরে মানবধিকার কমিশনের চেয়ারম্যান পদ ফাঁকা, ফলে প্রচুর ফাইল জমে রয়েছে । এদিনের বৈঠকে মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারম্যান হিসেবে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নাম সুপারিশ করা হয়েছে । বিচারপতি মধুমিতা মিত্রকেও কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত করা হবে । তথ্য কমিশনার হিসেবে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা অবসরপ্রাপ্ত আইপিএস বীরেন্দ্র ও অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশের নাম প্রস্তাব করা হয়েছে ।