কলকাতা, 4 সেপ্টেম্বর: আবাসন শিল্পে বাংলা এগিয়ে রয়েছে ৷ গত 12 বছরে এই শিল্পে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব উন্নতি হয়েছে ৷ সোমবার এমনই কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায় ৷ এ দিন কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল 'স্টেটকন-২০২৩' এর ৷ সেখানেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ৷ ওই অনুষ্ঠানের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন ৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পশ্চিমবঙ্গে আবাসন শিল্পে অগ্রগতি যথেষ্ট আশাব্যঞ্জক ।’’
এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নগরায়নের হার ভারতের জাতীয় গড়ের থেকে বেশি । এভাবে চলতে থাকলে আগামী বছরগুলিতে রাজ্যে নগরায়নের হার বর্তমান সময়ের তুলনায় 36 শতাংশের থেকে বেড়ে 42 শতাংশে পৌঁছে যেতে পারে । ফলে বর্তমান সময়ের তুলনায় রাজ্যের শহরাঞ্চলে অতিরিক্ত 80 লক্ষ মানুষের বাস বেড়ে যাবে । এই নিয়ে মমতা বলেন, ‘‘সমীক্ষা বলছে দেশের মধ্যে কলকাতায় রিয়েল এস্টেটের দাম বেড়েছে সবচেয়ে বেশি । এই অগ্রগতির দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুর থেকেও অনেক বেশি ।’’
এই প্রসঙ্গেই তিনি মিডিয়ার একাংশ বাংলাকে বদনাম করতে চাইছে বলে অভিযোগ করেন ৷ মমতা বলেন, ‘‘কিন্তু আমি জানি না কিছু মিডিয়া প্রচার চালাচ্ছে, তারা সব সময় বাংলাকে বদনাম করতে চাইছে । তারা বলছে বাংলায় কোনোরকম উন্নয়নের কাজ হয় না ৷ শুধুমাত্র এখানে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে ।’’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আমি বলতে চাই এই ধরনের বক্তব্য একেবারে সত্য নয় । যদি আপনারা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিচার করেন, তাহলে দেখবেন বাংলা সব ক্ষেত্রেই নম্বর ওয়ান । ইজ অফ ডুয়িং বিজনেসেও আমরা এক নম্বর । ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার ল্যান্ড ম্যাপ তৈরি করেছে, আমাদের ল্যান্ড ইউজ পলিসি রয়েছে । শিল্প সাথী থেকে শুরু করে সর্বত্রই আমরা অনলাইন ব্যবস্থা চালু করেছি ।’’
আরও পড়ুন:জবরদখল রুখতে পদক্ষেপ রাজ্য সরকারের, 52টি জমিতে সরকারি সাইনবোর্ড
করোনা অতিমারীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘অতিমারীর সময়ে আমাদের তিন চার বছর শিল্প মহলকে ভুগতে হয়েছিল । আমরা সেই আঘাত ধীরে ধীরে কাটিয়ে উঠছি । সরকারের তরফ থেকেও বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে । এই পদক্ষেপগুলি আবাসন শিল্পকে অগ্রগতির পথে সহায়ক হয়েছে ।’’ মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়ে দিয়েছেন, তাঁর সরকারের সময় শিল্পক্ষেত্রে বিভিন্ন কাজকর্মে অনলাইন ব্যবস্থা চালু হয়েছে । জমির মিউটেশন-কনভারশন থেকে রাজস্ব আদায়, সবটাই এই মুহূর্তে অনলাইন ব্যবস্থার মাধ্যমেই এই রাজ্যে সম্পন্ন হয় ।