মাদ্রিদ, 14 সেপ্টেম্বর: রাজ্যের প্রশাসনিক প্রধান হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত প্রেম বা শিল্পের প্রতি তাঁর অগাধ ভালোবাসার কথা সর্বজনবিদিত । তিনি ছবি আঁকেন, গান লেখেন, সুর করেন, বিভিন্ন সময় তাঁকে নানা ধরণের বাদ্যযন্ত্র বাজাতেও দেখা গিয়েছে । এবার স্পেনের রাস্তায় এক পথচারী মিউজিসিয়ানের থেকে অ্যাকর্ডিয়নে সুর তুললেন মমতা । পিয়ানো গোছের এই বাদ্যযন্ত্রটিতে তিনি বাজালেন, ‘উই শ্যাল ওভারকাম’...
বছরখানেক আগে ভ্যাটিকান সিটি’তেও মমতার এই ছবি দেখেছিল বাংলা ৷ মাদার টেরেজার সন্ত হয়ে ওঠার অনুষ্ঠাবে রোমের রাস্তায় গান গাইতে দেখা গিয়েছিল তাঁকে ৷ বৈতালিকের আদলে হোটেল থেকে গান গাইতে গাইতে সেন্ট পিটার্স স্কোয়ারে পৌঁছেছিল ‘মমতা অ্যান্ড কোং ৷’ পাঁচ বছর বাদে ফের বিদেশের মাটিতে পা রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী । মূলত শিল্পের সন্ধানে এই সফর হলেও এই শহরের ঐতিহ্য-সংস্কৃতির স্বাদ নিতে চাইছেন মমতা । তাই মূল সফরসূচির বাইরে বেরিয়ে মর্নিংওয়াকে গিয়েছিলেন । অতীতেও বিদেশ সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর এই ছবি দেখা গিয়েছে । আটপৌড়ে শাড়ি-হাওয়াই চটিতে রোজকার চেনা মমতা । সঙ্গে ছিলেন সফরসঙ্গী সাংবাদিকরা, সরকারি আধিকারিক ও ব্যক্তিগত দুই নিরাপত্তারক্ষী । পথের পাশে দাঁড়ানো এক মিউজিসিয়ানের থেকে এই বাদ্যযন্ত্রটি নিয়ে বাজান তিনি । সুর তোলেন, ‘উই শ্যাল ওভারকাম’ ।