পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee : নজরে লোকসভা, দিল্লি সফরে সোনিয়া ও বিরোধী প্রধানদের সঙ্গে বৈঠকের ভাবনা মমতার

আগামী 25 জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সূত্রের খবর, সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ছাড়াও বিরোধী দলগুলির প্রধানদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন তিনি ৷ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তাঁর হাত ধরে বিরোধীদের একজোট করার প্রক্রিয়া চলতে পারে বলে সূত্রের দাবি ৷

mamata-banerjee-plans-trip-to-meet-sonia-gandhi-other-opposition-chiefs-during-her-delhi-visit
নজরে লোকসভা, দিল্লি সফরে সনিয়া ও বিরোধী প্রধানদের সঙ্গে বৈঠকের ভাবনা মমতার

By

Published : Jul 15, 2021, 6:17 PM IST

কলকাতা, 15 জুলাই : চলতি মাসের শেষ সপ্তাহে দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ রাজ্য বিধানসভা ভোটে বিপুল জয়লাভের পর এ বার তাঁর নজর 2024 সালের লোকসভা নির্বাচনের দিকে ৷ সেটাকেই পাখির চোখ করে এ বার রাজধানীতে গিয়ে নরেন্দ্র মোদি বিরোধী শিবিরকে একজোট করার কাজে মন দেবেন তৃণমূল নেত্রী ৷ সে রকমই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ সূত্রের খবর, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ছাড়াও বিভিন্ন বিরোধী দলের প্রধানদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ৷

মে মাসে বিধানসভা নির্বাচনে নজরকাড়া জয়ের পর আগামী 25 জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল সূত্রে খবর, এই সফরে তিনি সোনিয়া গান্ধি ছাড়াও আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar), সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ (Akhilesh Yadav) বিভিন্ন জাতীয় দলের নেতা নেত্রীদের সঙ্গে দেখা করবেন । পাশাপাশি এই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ।

আরও পড়ুন:ভ্যাকসিন চেয়েও পাওয়া যায়নি, মোদিকে ফের চিঠি মমতার

দলীয় সূত্রে খবর, আগামী 25 থেকে 30 জুলাই 5 দিন দিল্লিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি । যদিও দলের তরফে দিনক্ষণ নিয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি ।

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়ের পর, তাঁকেই জাতীয় ক্ষেত্রে বিরোধীদের প্রধান মুখ হিসেবে দেখছে রাজনৈতিক মহল । স্বাভাবিকভাবেই তাঁর এই দিল্লি সফরকে কেন্দ্র করে মোদি বিরোধী জোট প্রক্রিয়া নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে । যদিও এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এ বিষয়ে বিশদে কিছু বলতে চাননি ৷

আরও পড়ুন :37.07 কোটির বেশি ভ্যাকসিন ডোজ পাঠানো হয়েছে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ; জানাল কেন্দ্র

নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি শুধু বলেন, প্রত্যেক বছরই সংসদের অধিবেশন চলাকালীন তিনি একবার দিল্লি যান । আর দিল্লি গেলে পুরনো ও বর্তমান বিভিন্ন রাজনৈতিক দলের বন্ধুদের সঙ্গে দেখা করেন । এ বারও তার ব্যতিক্রম হবে না । যেহেতু বিধানসভায় জয়ের পর তিনি দিল্লি যাননি, তাই এ বার দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details