কলকাতা, 9 মে : রবিবার 25 শে বৈশাখ । কোভিড আবহে গত বছরের মতো এবারেও ফিকে হয়েছে বাঙালির গর্ব, বাঙালির অহংকার, বাঙালির পরিচয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালনের অনুষ্ঠান । এবারে কবির 160 তম জন্মবার্ষিকী । তবে সেই বার্ষিকীর উদযাপন এবারেও থাকছে সীমিত পর্যায়ে । হচ্ছে না কোনও জমকালো অনুষ্ঠান, সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানও ।
সরকারি বা বেসরকারি স্তরে যেটুকু হচ্ছে তা নমো নমো করেই । এমনকি শান্তিনিকেতন, বিশ্বভারতী, রবীন্দ্রভারতী সর্বত্রই যথাযথ শ্রদ্ধা সহকারে খুবই সংক্ষিপ্ত অনুষ্ঠান হচ্ছে । কবিকে এদিন শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । কবিগুরুর 160 তম জন্মদিবস উপলক্ষে এদিন তিনি ট্যুইটারে লেখেন, "চিরনূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম । ওনার আদর্শই আমাদের পাথেয় হয়ে উঠুক, এই কামনা করি।"
এদিকে আজ বিকেলে রবীন্দ্রসদনে কবিকে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন ৷ গাইলেন আলোকের এই ঝর্ণাধারায় ৷ ইন্দ্রনীলের গলার সঙ্গে গলা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ করোনা আবহে এবারের পচিশে বৈশাখে কোনও জৌলুস ছিল না ৷ হাতে গোনা কয়েকজন ছিলেন রবীন্দ্রসদনে ৷ বাকি শিল্পীরা বাড়িতে বসেই ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন কবিপ্রণামে ৷ নচিকেতা, লোপামুদ্রা মিত্র, অদিতি মুন্সি, সৌমিত্র রায় সকলেই বাড়ি বসেই গান গাইলেন ৷
আরও পড়ুন : 1921 সালের হিউস্টন সফরের শতবর্ষ পালন, রবীন্দ্র আলোয় ভাসল অ্যামেরিকা