কলকাতা, 23 অগস্ট: মিজোরামে নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃত শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন মালদার বাসিন্দা ৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মিজোরাম প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হতাহতদের উদ্ধার অভিযানে হাত লাগানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী ৷
মুখ্যমন্ত্রী বুধবার টুইটে লিখেছেন, "আজ মিজোরামে একটি নির্মীয়মাণ রেলসেতু মর্মান্তিক ভাবে ভেঙে পড়ার বিষয়ে জানতে পেরে আমি হতবাক ৷ এই দুর্ঘটনায় আমাদের মালদা জেলার কয়েকজন-সহ বেশ কয়েকজন কর্মী প্রাণ হারিয়েছেন । মিজোরাম প্রশাসনের সঙ্গে উদ্ধার/সহায়তা অভিযানের জন্য সমন্বয় করার জন্য আমার মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি । মালদা জেলা প্রশাসনকে সমস্ত সম্ভাব্য সাহায্যের জন্য শোকাহত পরিবারগুলির কাছে পৌঁছতে বলা হয়েছে । আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত ক্ষতিপূরণ দেব । দুর্গতদের প্রতি সংহতি, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই । পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে ।"