পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: ডিসেম্বর নিয়ে মমতার মুখে ফের শঙ্কা ! - Mamata Banerjee attacks BJP

ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ডিসেম্বর মাসে রাজ্যে অশন্তি নিয়ে শঙ্কার কথা ৷ মন্ত্রিসভার বৈঠকের পর বৃহস্পতিবার নদিয়ার প্রশাসনিক বৈঠকে এই প্রসঙ্গে বিজেপি'কে বিঁধেছেন তিনি (Mamata Banerjee attacks BJP) ৷

ETV Bharat
Mamata Banerjee slams BJP

By

Published : Nov 10, 2022, 11:05 PM IST

কলকাতা, 10 নভেম্বর: মন্ত্রিসভার বৈঠক থেকে ক'দিন আগেই সতর্ক করেছিলেন দলের মন্ত্রী ও প্রশাসনকে । এবার প্রশাসনিক বৈঠকে আর নিজের উদ্বেগ আর চেপে রাখতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি'কে নিশানা করে বলেন, "ওরা চক্রান্ত করছে । ডিসেম্বরে ধামাকা, অশান্তি বাঁধানোর চেষ্টা করছে ।

বৃহস্পতিবার নদিয়ার প্রশাসনিক বৈঠক থেকেই আরও একবার পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । তাঁর দাবি, সীমান্তের জেলাগুলিকে টার্গেট করা হচ্ছে । নাম না-করে বিজেপির বিরুদ্ধে অশান্তি বাঁধানোর চেষ্টার অভিযোগ করেছেন তিনি (Mamata Banerjee attacks BJP) । একই সঙ্গে তাঁর নির্দেশ, ভিআইপিদের গাড়িতে যেন অস্ত্র আমদানি না হয়, সেদিকে নজর রাখতে হবে । সীমান্তে বিএসএফ যাতে গ্রামগুলিতে কোনওরকম অনৈতিক কাজ করতে না-পারে সেদিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা (Mamata Banerjee orders police to alert for December month)৷

আরও পড়ুন: 'বড় কোনও চক্রান্ত হচ্ছে', বিজেপির 'ডিসেম্বর-দাবি' প্রসঙ্গে কুণাল

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "ওরা কালো কালো পোশাক পরে ঘুরে বেড়ায় । ওদের আসল উদ্দেশ্য হল গুন্ডামি করা । জেলায় জেলায় ওদের সাম্প্রদায়িক সংগঠন রয়েছে । এখানেও এনআইএ ঢুকেছে । গোটা দেশ জুড়ে ওদের প্ল্যানিং আছে । এটা ভাঙতে হবে ।" প্রসঙ্গত, ডিসেম্বর মাসে রাজ্যে কিছু একটা হবে বলে অনেকদিন ধরে রাজ্য বিজেপির নেতারা বলে আসছেন । দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখকে একাধিকবার বলতে শোনা গিয়েছে, "ডিসেম্বর মাসটা আসতে দিন । দেখুন, কী হয় ।" তবে এই মন্তব্যের কোনও ব্যাখ্যা দেননি তাঁরা । এ ব্যাপারে বিভিন্ন সময়ে শাসকদল তৃণমূলের নেতা-মন্ত্রীরা প্রতিক্রিয়াও দেন । কলকাতার মেয়র এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, "ওরা ডিসেম্বর মাসে গোলমাল করার চক্রান্ত করছে ।"

সম্প্রতি চেন্নাই যাওয়ার আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও মুখ্যমন্ত্রী সহকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, "ডিসেম্বর মাসে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে । তার জন্য সকলকে সতর্ক থাকতে হবে । পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে হবে ।" এদিন মুখ্যমন্ত্রী বলেন, "কমিউনাল এলাকাগুলি এখন থেকে দেখে রাখুন । ডিসেম্বর থেকে গন্ডোগোল লাগাতে পারে । কর্নাটকে অলরেডি লাগিয়েছে । এটাই ওদের একমাত্র পথ । এটা বাঁচার পথ নয় । চৈতন্যদেবের মাটিতে দাঁড়িয়ে বলছি, এটা শান্তির পথ । জীবনটা শান্তির পথ । শান্তির আলো দেখার পথ । এটা মাথায় রাখতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details