কলকাতা, 6 এপ্রিল: দীর্ঘ কয়েক মাস ধরে বাংলাকে 100 দিনের কাজ প্রকল্পে বকেয়া টাকা পাঠানো বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার ৷ বিষয়টি নিয়ে প্রায় নিত্যদিনই সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সাংসদরাও দিল্লিতে গিয়ে বিষয়টি নিয়ে সরব হয়েছেন ৷ এবার এই ইস্যুতে সরাসরি মানুষের দরজায় যাওয়ার জন্য দলকে নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী ৷ এক্ষেত্রে তাঁর নির্দেশ, রাজ্য সবধরনের সহযোগিতা করা সত্ত্বেও কেন্দ্র যে রাজ্যকে টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে সেটাই মানুষের কাছে তুলে ধরতে হবে ৷ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর সফর সেরে কলকাতা ফেরার পথে দলকে এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বিষয়টি নিয়ে দলের জেলা নেতৃত্বদের ব্যাপক প্রচারে নামার নির্দেশও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু ও কয়লাপাচারের মতো কেলেঙ্কারিতে ইতিমধ্যেই রাজ্যের শাসকদলের নেতা, মন্ত্রীদের নাম জড়িয়েছে ৷ এই ইস্যুকে হাতিয়ার করে বিরোধী শিবির তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলার চেষ্টা করছে ৷ এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ পালটা মানুষের বঞ্চনার বিষয়টিকে নিয়ে প্রচারে নামতে চায় ঘাসফুল শিবির ৷ মনে করা হচ্ছে সেই কারণেই পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রের তরফে 100 দিনের কাজের টাকা না দেওয়ার বিষয়টি রাজ্যবাসীর কাছে তুলে ধরার জন্য বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷