কলকাতা, 7 এপ্রিল:কলকাতা পৌরনিগমের সিদ্ধান্তে সম্প্রতি শহরে বেড়ে গিয়েছে গাড়ি পার্কিংয়ের খরচ ৷ ফলে চাপ পড়ছে গাড়ির মালিকদের উপর ৷ পৌরনিগমের এই সিদ্ধান্ত নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন সাধারণ নাগরিকদের অনেকে ৷ এবার জানা গেল, পার্কিংয়ের ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়ে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কলকাতা পৌরনিগমকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ৷ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷
এদিন কুণাল ঘোষ দাবি করেন, মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন কলকাতা পৌরনিগনের এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এভাবে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বৃদ্ধি এই সরকার ও তৃণমূলের নীতি নয় ৷ কুণালের কথায়,"মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি বা অনুমোদন নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ দলও এই সিদ্ধান্ত অনুমোদন করে না ৷ তাই এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রী কলকাতার মহানাগরিককে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলেছেন ৷"
এই বিষয়টি নিয়ে যে দলের শীর্ষ নেতৃত্ব খুশি নয়, এদিন তাও জানিয়েছেন কুণাল ঘোষ ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে বিষয়টি আসার পর তিনি এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন ৷ তারপরেই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ কলকাতা পৌরনিগমকে দেওয়া হয় বলে কুণাল জানিয়েছেন ৷ সম্ভবত আজ রাতের মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা পৌরনিগমের তরফে জানিয়ে দেওয়া হতে পারে ৷ 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তা এই সরকার ও দলের নীতি নয় বলেও এদিন জানান কুণাল ঘোষ ৷
আরও পড়ুন:উপাচার্যদের কাছে সাপ্তাহিক রিপোর্ট তলব আচার্যের, কী বলছে শিক্ষামহল ?
রাজনৈতিক মহলের মতে, এই পার্কিং ফি বৃদ্ধিকে কেন্দ্র করে শাসকদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কলকাতা পৌরনিগমের মতানৈক্যই সামনে চলে এল ৷ নেত্রীর অনুমতি না নিয়ে ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন কলকাতা পৌরনিগম এই সিদ্ধান্ত নিল কী করে জল্পনা তৈরি হয়েছে সেই বিষয়টি নিয়েও ৷ সম্প্রতি, পৌরসভার বিষয় বাদে অন্য বিষয়ে মুখ খুলতে ফিরহাদকে নিষেধ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিছু বলতে হলে প্রয়োজনে তাঁর অনুমতি নেওয়ার কথাও তাঁকে বলেছিলেন মমতা ৷ তারপরে এদিনের ঘটনায় গোটা বিষয়টি নয়া মাত্রা পেল বলে মনে করা হচ্ছে ৷ অতীতে জলকর বসানো নিয়েও একইভাবে তৎকালীন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে দলের একটা মতপার্থক্য প্রকাশ্যে এসেছিল । সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই শেষ পর্যন্ত জলকর বসানো হয়নি ৷