কলকাতা, 7 অগস্ট: দখল হয়ে যাচ্ছে বিভিন্ন দফতরের সরকারি জমি । বিষয়টি বিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দখলদারদের হঠাতে রাজ্যের প্রশাসনকে আরও কড়া হওয়ার নির্দেশ দিলেন তিনি । প্রসঙ্গত কিছুদিন আগেই কলকাতার অদূরে রাজারহাটে হাউসিং ডেভেলপমেন্ট কর্পোরেশনের জমি বেহাত হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল । অভিযোগ উঠছিল কতিপয় অসাধু ব্যবসায়ী হিডকোর সরকারি জমি বিক্রি করে দিচ্ছে । আর যাঁরা সেই কিনছেন তাঁরা যখন এই জমি রেজিস্ট্রেশন করতে আসছেন তখন বিষয়টি নজরে আসছে প্রশাসনের । এরপর এই বিষয়টি নিয়ে সক্রিয় হন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী নির্দেশ দেন, অসাধু চক্রের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে দবে । তবে এই ধরনের সমস্যা যে শুধু হিডকোর তা নয় । একই সমস্যা একাধিক দফতরের । বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে । আর রাজ্য সরকারের তরফ থেকে তা উদ্ধার করতে গেলে তা উদ্ধার করা সম্ভব হচ্ছে না । এই নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনি গোটা বিষয়টি কড়া হাতে মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ।