পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata on Dengue Prevention Meeting: ডেঙ্গি নিয়ে বৈঠকে দফতরগুলাকে সমন্বয় রক্ষায় জোর মুখ্যমন্ত্রী মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

Dengue Prevention Meeting: ডেঙ্গি রুখতে মিশন মোডে কাজ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যুদ্ধকালীন তৎপরতায় গোটা প্রশাসনকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷

Etv Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 7:14 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: ডেঙ্গি নিয়ে বৈঠকে জেলাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রকৃতির খামখেয়ালি বহু ক্ষেত্রে বহু জায়গায় ডেঙ্গির কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রশাসন, পুরসভা, পঞ্চায়েতগুলির তরফ থেকে প্রচার চললেও সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা প্রয়োজন তা যথেষ্ট নয়। এই অবস্থায় শনিবার ডেঙ্গি নিয়ে পর্যালোচনা বৈঠকে যুদ্ধকালীন তৎপরতায় গোটা প্রশাসনকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মূলত তিনি সমস্ত দফতরের মধ্যে সমন্বয়ের উপর জোর দিয়েছেন।

ডেঙ্গি মোকাবিলায় প্রশাসনকে মিশন মোডে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিন জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকেই টেলিফোনে যোগ দেন তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ডেঙ্গি মোকাবিলার তৎপরতায় যেন কোনও খামতি না থাকে। সকলের সঙ্গে সমন্বয়ে রেখেই কাজ করতে হবে। প্রচার করতে হবে ব্লকে ব্লকে। কলকাতা থেকে জেলা হাসপাতালে যেন পর্যাপ্ত ওষুধ এবং টেস্টের ব্যবস্থা রাখা হয়। ডেঙ্গুর জন্য ডেডিকেটেড বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

পাশাপাশি, বলা হয়েছে, জঞ্জাল জমা রাখা যাবে না কোথাও। জমা জল যাতে দ্রুততার সঙ্গে সরানোর ব্যবস্থা করা যায় তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মশার লার্ভা যাতে জন্মাতে না পারে তার জন্য সাফাইয়ের ব্যবস্থা করতে হবে দ্রুত। মোটের উপর এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক জেলার প্রশাসনকে ডেঙ্গি মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে তাঁদের মিশন মোডে কাজের কথাও বলেছেন তিনি।

অন্যদিকে, আরও একবার সচেতনতার বার্তা দেওয়া হয়েছে নবান্নের তরফে। ডেঙ্গি মোকাবিলার সঙ্গে যুক্ত সকল আধিকারিকদের সপ্তাহের শুরুতেই ছুটি বাতিল করার কথা ঘোষণা করেছে নবান্ন ৷ পাশাপাশি, করোনার মতো রাজ্যের 130টি এলাকাকে ডেঙ্গির হটস্পট হিসাবে চিহ্নিত করেছে রাজ্য সরকার ৷

আরও পড়ুন: ডেঙ্গি রুখতে নবান্নে জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক মুখ্যসচিবের

ABOUT THE AUTHOR

...view details