কলকাতা, 30 সেপ্টেম্বর: ডেঙ্গি নিয়ে বৈঠকে জেলাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রকৃতির খামখেয়ালি বহু ক্ষেত্রে বহু জায়গায় ডেঙ্গির কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রশাসন, পুরসভা, পঞ্চায়েতগুলির তরফ থেকে প্রচার চললেও সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা প্রয়োজন তা যথেষ্ট নয়। এই অবস্থায় শনিবার ডেঙ্গি নিয়ে পর্যালোচনা বৈঠকে যুদ্ধকালীন তৎপরতায় গোটা প্রশাসনকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মূলত তিনি সমস্ত দফতরের মধ্যে সমন্বয়ের উপর জোর দিয়েছেন।
ডেঙ্গি মোকাবিলায় প্রশাসনকে মিশন মোডে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিন জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকেই টেলিফোনে যোগ দেন তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ডেঙ্গি মোকাবিলার তৎপরতায় যেন কোনও খামতি না থাকে। সকলের সঙ্গে সমন্বয়ে রেখেই কাজ করতে হবে। প্রচার করতে হবে ব্লকে ব্লকে। কলকাতা থেকে জেলা হাসপাতালে যেন পর্যাপ্ত ওষুধ এবং টেস্টের ব্যবস্থা রাখা হয়। ডেঙ্গুর জন্য ডেডিকেটেড বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।