কলকাতা, 12 অগস্ট:অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডে সমর্থন নেই তৃণমূলের । শনিবার প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব দিতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে । এই অবস্থায় নিজের অবস্থান স্পষ্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী । এদিন এক অডিয়ো বার্তায় তিনি বলেন, "একদম হবে না ইউনিফর্ম সিভিল কোড ৷ যেভাবে সিএএ, এনআরসি আটকেছি, সেভাবেই ইউনিফর্ম সিভিল কোড আটকাব ৷"
এদিন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই দেশটা অনেক বড় দেশ । বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের একতা । হিন্দুদের মধ্যেও অনেক সাবকাস্ট আছে । মুসলিমদের মধ্যেও অনেক সাবকাস্ট আছে । আদিবাসীদের মধ্যেও আছে, খ্রিষ্টানদের মধ্যেও আছে । কখনও এসব চিন্তা করে দেখেছেন । কারওর সঙ্গে কোনও বিষয়ে কিছু নিয়ে আলোচনা করেন না । কিছু আলোচনা করেন না । চুপচাপ বসে থাকে ন। আর দূরদর্শনটাকে মোদি দর্শন থেকে শুরু করে, মন কি বাত থেকে শুরু করে বিজেপি কা বাত করেন ।" এর আগেও অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী । এদিন তার বক্তব্যে এরই পুনরাবৃত্তি শোনা গেল ।