কলকাতা, 13 মে:কর্ণাটক বিধানসভা ভোটে হার বিজেপির শেষের শুরু বলেও রাহুল গান্ধি বা কংগ্রেস প্রসঙ্গে 'স্পিকটি নট' রইলেন মমতা ৷ আগামী বছর লোকসভা নির্বাচন, তার আগে সুকৌশলেই রাহুল গান্ধির বিষয়টি এড়িয়ে গেলেন মমতা ? অনেকেরই দাবি, দেশীয় রাজনীতিতে কংগ্রেসের অন্দরে এবং বাইরে দ্রুত পট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে সেই ইন্দিরা জমানা থেকেই, আর তা মাথায় রেখেই কি আগ বাড়িয়ে কংগ্রেস বা রাহুলকে এখনই কোনও কৃতিত্বের ভাগ দিতে নারাজ তৃণমূল সুপ্রিমো ?
শুক্রবার মমতাকে কর্ণাটক ভোটের জয়ে কংগ্রেস এবং রাহুল গান্ধির প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তিনি তা সরাসরি এড়িয়ে যান ৷ এমনকী বিষয়টি নিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করা হলে, মুখ্যমন্ত্রী রীতীমতো উষ্মা প্রকাশ করে বলেন, "বেঙ্গল থেকে বেঙ্গালুরু মানুষের রায়ে স্পষ্ট বিজেপির যাওয়ার সময় হয়েছে।"
লোকসভা ভোটে অ-বিজেপি দলগুলিকে এক ছাতার তলায় এনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা করছেন মমতা ৷ সেক্ষেত্রে কংগ্রেসের নেতৃত্বকেও অস্বীকার করতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে ৷ পাশাপাশি তিনি বারবারই সওয়াল করেছেন, যে রাজ্যে যে দল শক্তিশালী সেখানে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে ৷ যদিও সে ফর্মুলা কাজ করেনি কংগ্রেসের জন্যই ৷ রাজনৈতিক মহলের দাবি, সেকারণেই এদিন বিজেপির পরাজয়ে যতটা উচ্ছ্বসিত দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কংগ্রেসের জয়ে ততটাই বোধহয় তিনি যুগপৎ আতঙ্কিতও হয়েছেন ৷