কলকাতা, 4 ডিসেম্বর:আগামী6 ডিসেম্বর 'ইন্ডিয়া' বৈঠক নিয়ে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি, তিনি কিছু জানেন না ৷ সোমবার এমনই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন দিনি বলেন, "আমাকে কেউ জানায়নি । কেউ কিছু বলেনি । ফোনও করেনি । আমার কাছে এখনও কোনও প্রোগ্রাম আসেনি । আমি জানি না কিছু । আমার অন্য প্রোগ্রাম রাখা আছে ওইদিন । আগে জনালে আমি প্রোগ্রাম রাখতাম না।" তৃণমূল কংগ্রেসের তরফে কেউ এই বৈঠকে থাকবেন না বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উল্লেখ্য, রবিবার চার রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশের মাঝেই কংগ্রেসের তরফে দিল্লিতে 'ইন্ডিয়া' জোটের বৈঠক ডাকা হয় ।
পাটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর আগামী 6 তারিখ, বুধবার, দিল্লিতে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক বসতে চলেছে। বৈঠকটি ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে । কিন্তু, সেই বৈঠকে এখনও পর্যন্ত তৃণমূলকে আমন্ত্রণ জানানো হয়নি, অন্তত এমনটাই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের । 'ইন্ডিয়া' জোটের যে 14 জনের কো-অর্ডিনেশন কমিটি রয়েছে তৃণমূলের তরফে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর কাছেও আগামী বুধবারের বৈঠক নিয়ে কোনও আমন্ত্রণ আসেনি বলেই খবর ।