কলকাতা, 11 সেপ্টেম্বর: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের দাবি আদায়ে আগামী 2 অক্টোবর 'দিল্লি চলো'র ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । মূলত একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাওনা আদায়ে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন অভিষেক ৷ তাতে সম্মতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ কিন্তু বারংবার তৃণমূলের তরফে আবেদন করা সত্ত্বেও এই কর্মসূচিতে অনুমতি দিচ্ছে না দিল্লি পুলিশ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অধীনে রয়েছে দিল্লি পুলিশ ৷ এর প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, পুলিশ অনুমতি না-দিলে রাজঘাটে প্রার্থনা করা হবে ৷
তৃণমূলও তার শীর্ষ নেতৃত্বের মূল অভিযোগ, একশো দিনের কাজে বরাদ্দ, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-সহ একাধিক প্রকল্পের টাকা এই মুহূর্তে রাজ্যকে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার । আর এই কারণেই বঞ্চিত হচ্ছে রাজ্যের মানুষ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিকবার এই অভিযোগ করেছেন ৷ রাজ্যের মানুষের এই পাওনা আদায়ে দিল্লি অভিযানের এই কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব । প্রথমে রামলীলা ময়দান ও পরবর্তীতে 2 ও 3 অক্টোবর, যন্তর-মন্তর, কেন্দ্রীয় কৃষি ভবনের বাইরে ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের বাসভবনের সামনে ধরনায় বসার অনুমতি চাওয়া হয়েছে । কিন্তু সেই অনুমোদন পাওয়ার বিষয়েও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না ।