কলকাতা, 14 অগস্ট:দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টর সাংবিধানিক বেঞ্চের নির্দেশ উপেক্ষা করে সংসদে বিল নিয়ে এসেছে কেন্দ্র। আর স্বাধীনতা দিবসের প্রাক্কালে সোমবার তা নিয়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টতই অভিযোগের সুরে জানান, প্রধান বিচারপতিকে সরিয়ে জাতীয় নির্বাচন কমিশনার নিয়োগ কমিটিতে একজন ক্যাবিনেট মন্ত্রীকে বসানো হচ্ছে, যাতে ইভিএম হ্যাক করা যায় ৷ একই সঙ্গে, নিয়োগ কমিটি থেকে যেভাবে দেশের প্রধান বিচারপতিকে সরানো হয়েছে তা লজ্জাজনক বলেও ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী ৷
সোমবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে একের পর এক কেন্দ্রের বিরুদ্ধে তির ছোঁড়েন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একদিকে যেমন তিনি এদিনও 'ইন্ডিয়া' জোটের পক্ষে জোরাল সওয়াল করেছেন, তেমনই রীতিমতো হুঙ্কার ছেড়েছেন, এই স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদি শেষবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করবেন ৷ এরপরই কেন্দ্রের আনা নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলের তীব্র বিরোধীতা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি এদিন বলেন, "বিচারের প্রতি এখনও আমাদের শ্রদ্ধা আছে ৷ ওরা (বিজেপি) যদিও সবাইকে ভয় দেখায় ৷ ভয় দেখিয়ে সব কেড়ে নেয় ৷ আইনমন্ত্রক থেকে বিচারপতিদের নির্দেশ দেওয়া হয় ৷ এই কেসে এই রায় দিতে হবে ৷ তারপরও কিছু বিচারপতি আছেন যারা নির্ভয়ে কাজ করেন ৷ তাদের উপরও অবশ্য অঙ্গুলি হেলন করার চেষ্টা করা হয় ৷" মুখ্যমন্ত্রী বলেন, "প্রধান বিচারপতিকে সরিয়ে ক্যাবিনেট মন্ত্রীকে বসিয়ে দিতে হচ্ছে ইলেকশন কমিশনার নিয়োগ কমিটির মাথায় ৷ যাতে ইভিএম হ্যাক করা যায়, লুঠ করা যায় ৷ এটা চরম লজ্জার ৷"