কলকাতা, 11 মে:রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদ ক্রমেই বাড়ছে ৷ আর তার জেরেই ব্যাহত হচ্ছে পরিষেবা ৷ উৎকর্ষ বাংলার পর্য়ালোচনা বৈঠকে এবার সেইসব ক্ষেত্রে বিশেষ নজর দিতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে একাধিক পথও নিজেই বাতলে দিলেন মুখ্যমন্ত্রী ৷ যেমন পুলিশে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের সাত দিনের ট্রেনিং দিতে বললেন মুখ্যমন্ত্রী ৷ তেমনই চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে তাঁর পরামর্শ পাঁচ বছরের ডিগ্রি কোর্স নয়, বরং তিন বছরের ডিপ্লমা কোর্স করে চিকিৎসক নেওয়া হোক ৷
ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা চালু থাকলেও চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে তেমন কোনও ব্যবস্থা নেই গোটা দেশে ৷ রাজ্যও তার বাইরে নয় ৷ কিন্তু হাসপাতালে চিকিৎসক এবং নার্সের ঘাটতি পূরণে এমনই অভিনব প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি জেলায় আরও 100 নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট খেলার বিষয়টিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এদিন পাঁচ বছরের ডিগ্রি কোর্সের বদলে তিন বছরের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক নিয়োগ করা যায় কি না, তা খতিয়ে দেখতে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ডিপ্লোমার মাধ্যমে চিকিৎসক তৈরি করে তাঁদের নিয়োগ করা যায় কি না, তার জন্য প্রয়োজনে স্বাস্থ্য সচিবকে কমিটি তৈরিরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷