বিধানসভায় কালা দিবস পালন মমতার কলকাতা, 29 নভেম্বর:বুধবার যেন রাজ্যে অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডুয়েল ৷ ধর্মতলার সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আর একই সময়ে বিধানসভার সামনে ধরনামঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শাহের বাংলা সফরের বিরোধিতা করে দলীয় কর্মসূচি মেনে আজ পোশাকের মাধ্যমেও বার্তা দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী ৷
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলায় আসার দিনটিকে কালা দিবস হিসাবে পালন করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । গতকালই দলের তরফে ঘোষণা করা হয়েছিল ৷ সেই মতো এ দিন রাজ্যের শাসকদলের তরফ থেকে সমস্ত বিধায়ক কালো পোশাক পরে বিধানসভায় আসেন ৷ এমনকি মুখ্যমন্ত্রী নিজেও যে শাড়ি পরেছেন তারও পাড় কালো এবং কাঁধে ঝোলানো রয়েছে কালো চাদর ।
এ দিকে, বিধানসভায় আম্বেদকার মূর্তির পাদদেশে 100 দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার বিরুদ্ধে ধরনায় বসেছে তৃণমূল কংগ্রেস । আজ দুপুরে সেখানেই উপস্থিত আছেন বাংলার মুখ্যমন্ত্রীও ।
প্রসঙ্গত, গতকাল থেকেই বিধানসভার অন্দরে বাংলাকে বঞ্চনার ইস্যু নিয়ে এই ধরনা কর্মসূচি শুরু হয়েছে । আজ এই কর্মসূচির দ্বিতীয় দিন । আর সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যোগ দেন ৷ একই সময়ে একদিকে ধর্মতলার মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর অন্যদিকে বিধানসভায় ধরনাস্থলে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ঠিক যখন ভিক্টোরিয়া হাউজের সামনে আজ কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন অমিত শাহ, তখনই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বার্তা দিতে বিধানসভায় অম্বেদকর মূর্তির পাদদেশে অবস্থানে বসেন মমতা ৷ সেখান থেকেই তিনি গর্জে ওঠেন কেন্দ্রের বিরুদ্ধে ৷ তাঁর আজই ধরনামঞ্চে যোগদানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
আরও পড়ুন:
- ভোট চাইতে আসতে পারেন, বাংলার মানুষের কান্না শুনতে পান না; শাহকে বিঁধলেন তাপস
- এবার বঞ্চিতদের কথা তুলে ধরে 51 হাজার চিঠি শাহকে পাঠাচ্ছে তৃণমূল যুব কংগ্রেস
- 'বাংলার রাজনীতিতে মোড় ঘোরাবে আজকের সভা', হাওড়ার মিছিল থেকে বললেন বিজেপি রাজ্য সভাপতি