পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata on India Name Change: মোদি সরকারের 'ইন্ডিয়া' অ্যালার্জি, দেশের নাম বদল নিয়ে সরব মমতা

Mamata Opposes Changing India Name: দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে ভারত করার প্রচেষ্টার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee PM Modi
মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 3:23 PM IST

Updated : Sep 5, 2023, 3:51 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: দেশের নাম বদল নিয়ে শিক্ষক দিবসের মঞ্চ থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়াম থেকে দেশের নাম বদলের তোড়জোড়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সরাসরি মোদি সরকারের বিরুদ্ধে দেশের নাম বদলের চেষ্টার অভিযোগ তুলেছেন তিনি ।

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "জি20-র নৈশভোজের আমন্ত্রণ পত্রে লেখা রয়েছে 'ভারত'। ভারত তো আমরা এমনিতেই বলি, এতে নতুন কী রয়েছে । ইন্ডিয়া নামে সারা বিশ্ব আমাদের চেনে । হঠাত্‍ এমন কী হল যে, দেশের নাম বদলে দিতে হচ্ছে । কোনওদিন হয়তো রবি ঠাকুরের নাম বদলে যাবে । ইতিহাস পরিবর্তন করে দিচ্ছে ।"

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বর্তমান কেন্দ্রীয় সরকার ইতিহাস বদলে দিচ্ছে । বদলে দিচ্ছে দেশের নামও ।

আরও পড়ুন:বিশ্ববিদ্যালয়গুলি রাজ্যপালের কথা শুনে চললে অর্থনৈতিক বাধা তৈরি করব, হুঁশিয়ারি মমতার

প্রসঙ্গত, বিরোধী রাজনৈতিক দলগুলি দেশের নামে জোট গঠন করার পর থেকেই এই নিয়ে নানা টিপ্পনি করতে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতাদের । এমনকী বিরোধীদের এই জোটকে জঙ্গি সংগঠনের সঙ্গেও তুলনা করতে ছাড়েননি তাঁরা । এ বার শোনা যাচ্ছে, আগামী 18 সেপ্টেম্বর থেকে লোকসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে । সেখানে যেমন অন্যতম গুরুত্বপূর্ণ হিসাবে উঠতে পারে এক দেশ এক ভোট বিষয়টি । একইসঙ্গে, দেশের নাম বদল সংক্রান্ত বিলও আসতে পারে বলে খবর । স্বাভাবিকভাবেই এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তাই দেশের নাম বদল নিয়ে দেওয়া এই প্রতিক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, "ইন্ডিয়া-র নাম বদল করে দিচ্ছে শুনলাম । জি 20-র ডিনারের জন্য মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে তাতে লেখা রয়েছে ভারত । আরে ভারত তো আমরা বলি । এতে কী নতুনত্ব রয়েছে ? ইংরোজিতে আমরা বলি ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন । হিন্দিতে বলি ভারত কা সংবিধান । আমরা তো বলিই - ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো । কিন্তু আমাদের দেশকে ইন্ডিয়া নামেই তো গোটা বিশ্ব চেনে । বিশ্ববিদ্যালয়, বড়বড় ঐতিহাসিক সৌধগুলির নাম চেঞ্জ করে দিচ্ছে । ইতিহাস বদল করে দিচ্ছে । এ ভাবে দেশ চলতে পারে না ।"

আরও পড়ুন:দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে বদলে হবে ‘ভারত’ ! বিশেষ অধিবেশনে পাশ হতে পারে প্রস্তাব

Last Updated : Sep 5, 2023, 3:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details