কলকাতা, 27 ডিসেম্বর: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে সম্ভবত যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে এমনটাই খবর । যদিও এই নিয়ে এখনও প্রকাশ্যে নীরব রয়েছেন মমতা । আনুষ্ঠানিকভাবে কোথাও এই নিয়ে একটি শব্দও বলা হয়নি দলের তরফে । তবে সূত্র মারফত জানা যাচ্ছে, রাম মন্দিরের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন না । গতকালই প্রকাশ্যে এসেছিল যে, রাম মন্দিরের উদ্বোধনে থাকছেন না সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ।
কারণ হিসেবে তৃণমূল কংগ্রেসের একটি সূত্র থেকে বলা হচ্ছে যে, এই রাম মন্দিরকে সামনে রেখেই যেহেতু ভোট বৈতরণী পার করতে মরিয়া বিজেপি, তাই সেখানে তৃণমূল নেত্রী উপস্থিত থাকতে পারেন না । সবচেয়ে বড় কথা, তিনি বরাবরই বলেছেন ধর্ম যার যার নিজের, উৎসব সবার । অর্থাৎ সব ধর্মকে নিয়ে চলার পক্ষে সওয়াল করেছেন তিনি । লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরের উদ্বোধনে হাজির থেকে মেরুকরণের অংশ হতে চাইবেন না বাংলার মুখ্যমন্ত্রী । ঠিক এই কারণে শুধু তৃণমূল নেত্রী নিজে নন, 22 জানুয়ারি অযোধ্যায় উপস্থিত থাকবেন না তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধিই ।
রাম মন্দিরের উদ্বোধনে অযোধ্যায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷ একইসঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, সীতারাম ইয়েচুরি, মল্লিকার্জুন খাড়গের মতো বিরোধী নেতৃত্বকেও । বিরোধী শিবির থেকে অনেকেই যখন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়ার কথা জানাচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত কী হয়, সেদিকে নজর রয়েছে গোটা দেশের ।