কলকাতা, 26 এপ্রিল: কালিয়াগঞ্জে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যেভাবে কালিয়াগঞ্জে পুলিশ মার খেয়েছে, তাতে বিস্মিত তিনি । বিশেষ করে তিনি ক্ষুব্ধ গোয়েন্দা ব্যর্থতার জন্যই । বুধবার নবান্ন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্রের দাবি, এদিন পর্যালোচনা বৈঠকে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷
পরে সাংবাদিক বৈঠকে অবশ্য পুলিশের উপর আক্রমণের কড়া নিন্দা করেন তিনি ৷ এই নিয়ে পুলিশকে কঠোর পদক্ষেপ করতেও নির্দেশ দেন ৷ এদিকে ওই সাংবাদিক বৈঠকের আগেই পর্যালোচনা বৈঠক হয় ৷ সূত্রের খবর, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, পরিস্থিতি যে এভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কেন গোয়েন্দাদের কাছে কোনও রিপোর্ট ছিল না ?
প্রসঙ্গত, এদিন নবান্ন বিভিন্ন দফতরকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকেই আলোচনা চলাকালীন কালিয়াগঞ্জ প্রসঙ্গও আসে । সেখানে উপস্থিত রাজ্য পুলিশের ডিজি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সামনে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে । যেভাবে পুলিশের মার খাওয়ার দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ বলেছেন, ‘‘এভাবে পুলিশ যদি মার খায়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ?’’
উল্লেখ্য, এদিন সকাল থেকেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ নিয়ে একটা ভিডিয়ো, বিভিন্ন ছবি সংবাদমাধ্যমের পর্দায় উঠে এসেছে । মঙ্গলবার কালিয়াগঞ্জে বিক্ষোভের নামে যে অগ্নিগর্ভ পরিস্থিতি ছবি রাজ্যবাসী দেখেছিল, তারই একটা খণ্ডচিত্র সেগুলি । যেখানে পুলিশ কর্মীদের মারধর করতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের । হাতজোড় করেও পুলিশ কর্মীদের মেলেনি ছাড় । খুব স্বাভাবিকভাবেই এই দৃশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর এড়ায়নি । আর তাই এদিন রাজ্য পুলিশের ডিজি এবং ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উপস্থিত বিভিন্ন জেলার পুলিশ সুপারদের সামনে মুখ্যমন্ত্রী এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ।
প্রশাসন সূত্রে খবর, নবান্ন সভাঘরের এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই হিংসার ঘটনাকে 'লিমিটলেস' আখ্যা দিয়েছেন । এদিনের বৈঠকে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এদিন প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়েছে । এই বৈঠকের 30 মিনিটেরও বেশি সময় ধরে তিনি পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেছেন । যদিও এদিন প্রশাসনিক বৈঠকে পুলিশের সমালোচনা করার ওই অংশটুকু সংবাদ মাধ্যমের কাছে সম্প্রচারিত হয়নি । বৈঠক শেষে অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে কালিয়াগঞ্জের ঘটনার কড়া নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন:বিহার থেকে লোক এনে কালিয়াগঞ্জে পুলিশের উপর হামলা, অভিযোগ মমতার