কলকাতা, 7 জুন:কালীঘাটে বসে বাঁকুড়ার পাত্রসায়রে ভার্চুয়াল মাধ্যমে নব জোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে একটি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি একটি নতুন জনসংযোগ কর্মসূচি শুরু করতে চলেছেন ৷ যার নাম হবে সরাসরি মুখ্যমন্ত্রী । আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে এই কর্মসূচির সূচনা করতে চলেছেন মমতা ।
এ বার আর দিদিকে বলো নয় । এ বার বাংলার সাধারণ মানুষ সরাসরি কথা বলতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । এ ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা থেকে শুরু করে নানা অভাব-অভিযোগ সাধারণ মানুষ একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই জানাতে পারবেন । যদিও পুরো কর্মসূচি কী হতে চলেছে তা এখনও স্পষ্ট নয় ।
আগামিকালই এই বিষয়ে স্পষ্টভাবে জানা যাবে । তবে দিদিকে বলো নামে যে জনসংযোগ কর্মসূচি অতীতে প্রশান্ত কিশোরের তরফ থেকে চালু করা হয়েছিল বলে মনে করা হচ্ছে, এ বারের জনসংযোগ কর্মসূচি হবে তার থেকে আলাদা । আইপ্যাক নয়, যেহেতু এই কর্মসূচি চালু করা হচ্ছে সরাসরি সরকারি মাধ্যম থেকে, তাই সবটাই সামলাবেন সরকারি অফিসারেরা । এমনকী এমনটাও জানা যাচ্ছে যে, এই জনসংযোগ কর্মসূচিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সুযোগ থাকছে ।