পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফান : নবান্নের কন্ট্রোল রুম থেকে নজরদারি মুখ্যমন্ত্রীর - amphan hits costal area of west bengal

রাজ্যের উপকূলবর্তী এলাকায় ইতিমধ্য়েই ভারী বৃষ্টি শুরু হয়েছে । কলকাতাতেও শুরু হয়েছে ঝড়-বৃষ্টি । নবান্নের কন্ট্রোল রুম থেকে সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবি
ছবি

By

Published : May 20, 2020, 4:54 PM IST

Updated : May 20, 2020, 5:41 PM IST

কলকাতা, 20 মে : রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই দাপট দেখাতে শুরু করেছে আমফান । জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে । এই অবস্থায় নবান্নের কন্ট্রোল রুম থেকে আমফান পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারারাত এভাবেই নজরদারি চালাবেন বলে জানা গেছে । মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন রাজীব সিনহা, জ্ঞানবন্ত সিংহ সহ রাজ্য প্রশাসনের অন্য আধিকারিকরাও।

গতকাল আমফান নিয়ে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নবান্নের কন্ট্রোল রুম থেকে সারাদিন নজর রাখা হবে রাজ্যের সামগ্রিক পরিস্থিতির উপর । বিপর্যয় মোকাবিলায় দ্রুত যাবতীয় পদক্ষেপ করা হবে । তিনি আরও জানিয়েছিলেন, রাজ্যের তিন উপকূলবর্তী জেলা থেকে তিন লাখ মানুষকে সরানো হয়েছে । নির্দিষ্ট এলাকায় NDRF, SDRF-এর টিম মোতায়েন রয়েছে । এনিয়ে গতকাল সন্ধ্যায় দমকল, NDRF, SDRF-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন তিনি ।

কন্ট্রোল রুম থেকে নজরদারি মুখ্যমন্ত্রীর

গতকাল সন্ধ্যায় যখন কলকাতা ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি শুরু হয়েছিল তখনও নবান্নের কন্ট্রোল রুমে দেখা গেছিল তাঁকে । রাজ্য় প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বসে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন ।

আপৎকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য রাজ্য প্রশাসনের তরফে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব মিলিয়ে মোট 60টি লাইন চালু রয়েছে । দু'টি হেল্পলাইন নম্বর হল যথাক্রমে 22143526 ও 22141995 । টোল ফ্রি নম্বরও চালু করা হয়েছে । নম্বরটি হল- 1070 । মোট 60টি লাইন চালু আছে ।

Last Updated : May 20, 2020, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details