কলকাতা, 20 মে : রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই দাপট দেখাতে শুরু করেছে আমফান । জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে । এই অবস্থায় নবান্নের কন্ট্রোল রুম থেকে আমফান পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারারাত এভাবেই নজরদারি চালাবেন বলে জানা গেছে । মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন রাজীব সিনহা, জ্ঞানবন্ত সিংহ সহ রাজ্য প্রশাসনের অন্য আধিকারিকরাও।
গতকাল আমফান নিয়ে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নবান্নের কন্ট্রোল রুম থেকে সারাদিন নজর রাখা হবে রাজ্যের সামগ্রিক পরিস্থিতির উপর । বিপর্যয় মোকাবিলায় দ্রুত যাবতীয় পদক্ষেপ করা হবে । তিনি আরও জানিয়েছিলেন, রাজ্যের তিন উপকূলবর্তী জেলা থেকে তিন লাখ মানুষকে সরানো হয়েছে । নির্দিষ্ট এলাকায় NDRF, SDRF-এর টিম মোতায়েন রয়েছে । এনিয়ে গতকাল সন্ধ্যায় দমকল, NDRF, SDRF-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন তিনি ।