মাদ্রিদ, 14 সেপ্টেম্বর: দীর্ঘ পাঁচ বছর পর বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্য বাংলার শিল্পে বিনিয়োগ। বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রিদে শিল্পমহলের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন স্পেনের রাজধানীতে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ইনডিটেক্স গ্রুপ, জারা-সহ স্পেনের জনপ্রিয় ব্র্যান্ডের প্রতিনিধিরা।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা এই বৈঠকে বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানান। রাজ্যে যে শিল্পের জন্য অনুকূল পরিবেশ রয়েছে তা তুলে ধরেন তিনি ৷ তুলে ধরেন বাংলায় শ্রমিকদের দক্ষতার কথা ৷ তিনি জানিয়েছেন, তাঁর সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পর পশ্চিমবঙ্গে কর্মবিরতি বা বনধ হয়নি একদিনও। তিনি জানান, বাংলায় শ্রমিকদের মজুরি অনেক কম ৷ একইসঙ্গে বিদ্যুৎ-সহ অন্যান্য পরিকাঠামো আরও সুন্দর করে তৈরি রয়েছে।
একই সঙ্গে এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে দেশের শিল্প মহলের প্রতিনিধিদের বিভিন্ন প্যাকেজ, শিল্পপতিদের জন্য দেওয়া ইনসেন্টিভের কথা তুলে ধরেন। রাজ্য সরকারের যে আলাদা শিল্পনীতি রয়েছে, ল্যান্ড পলিসি, ল্যান্ড ইউজ ম্যাপ, সবটাই তুলে ধরে বাংলায় বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।