কটক, 6 জুন: ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনার আসল সত্যি সামনে আসুক, এমনটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার ওড়িশার কটকে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন তিনি ৷ তাঁর কথায়, “আমি জনগণের সঙ্গে থাকতে চাই । অনেক প্রাণ হারিয়েছেন এবং সত্যি বেরিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ ।”
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনা হয় ৷ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় করমণ্ডল এক্সপ্রেস ৷ সেই এক্সপ্রেসের বহু যাত্রী মারা গিয়েছেন ৷ অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁদের মধ্যে অনেকে কটকের একাধিক হাসপাতালে ভরতি রয়েছেন ৷ সেই আহতদের দেখতেই মঙ্গলবার কটকে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা ৷
সেখানে তিনি যান এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চক্ষু ও অস্ত্রোপচার বিভাগে ৷ সেখানে তিনি রোগীদের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দেন ৷ পরে সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, "আমরা সম্ভাব্য সব উপায়ে আহত যাত্রীদের সাহায্য করার চেষ্টা করছি এবং 2 জুন দুর্ঘটনার রাতে আহত যাত্রীদের যত্ন নেওয়ার জন্য ইতিমধ্যেই ডাক্তার, নার্স এবং অফিসারদের টিম পাঠিয়েছি ।"