পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইন্ডোরে মেগা বৈঠকের আগে অভিষেকের চোখে সংক্রমণ, বাণিজ্য সম্মেলন থেকে বেরিয়ে দেখতে ছুটলেন মমতা - তৃণমূল কংগ্রেস

CM Mamata Banerjee went to see Abhishek Banerjee. তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বৈঠকে হাজির থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চিন্তার বিষয় দীর্ঘদিন চোখে কন্টাক্ট লেন্স পড়ে থাকার জন্য রক্ত জমাট বেঁধে গিয়েছে। তার থেকে সংক্রমনের শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর তাঁকে দেখতে বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 10:10 PM IST

Updated : Nov 23, 2023, 10:10 AM IST

কলকাতা, 22 নভেম্বর: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বৈঠকে হাজির থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার চেয়েও চিন্তার বিষয় দীর্ঘদিন চোখে কন্টাক্ট লেন্স পড়ে থাকার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চোখে রক্ত জমাট বেঁধে তৈরি হয়েছে সংক্রমণ। এদিন ধনধান্য অডিটোরিয়াম থেকে বেরিয়ে তাঁকে দেখতে ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

জানা গিয়েছে, এই অবস্থায় প্রাথমিকভাবে অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন অভিষেক ৷ চিকিৎসকরা তাঁকে বাড়িতে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন বলেই খবর। প্রসঙ্গত, বুধবার অভিষেকের চোখে এই সংক্রমণের খবর এসে পৌঁছয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তৃণমূল সূত্রে খবর, এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষে সরাসরি অভিষেককে দেখতে তাঁর বাড়ি গিয়েছিলেন দলনেত্রী। এই অবস্থায় আগামিকালের বৈঠকে অভিষেকের উপস্থিতি নিয়েই একটা অনিশ্চয়তা হয়েছে। শেষ পর্যন্ত তিনি থাকবেন কি না, তা এখনই বলা যাচ্ছে না ৷

প্রসঙ্গত যদিও অভিষেকের এই অসুস্থতা নিয়ে দলীয় তরফে কোনও প্রতিক্রিয়া বা বক্তব্য দেওয়া হয়নি। তবে দলীয় মুখপত্রে তাঁর চোখে সংক্রমণের বিষয়টি জানানো হয়েছে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ডাকে সমস্ত সাংসদ, মন্ত্রী, বিধায়ক, রাজ‌্য শীর্ষ নেতৃত্ব, ছাত্র-যুব-মহিলা ছাড়াও ট্রেড ইউনিয়ন-জয় হিন্দের মতো সমস্ত শাখা সংগঠনের শীর্ষ নেতা-নেত্রী, পৌরসভার কাউন্সিলর, পঞ্চায়েতের প্রধান, জেলাপরিষদ সদস‌্য ও ব্লক তৃণমূল সভাপতিদের এই মেগা মিটিংয়ে থাকতে বলা হয়েছে। এই সভায় অন্যতম প্রধান বক্তা হিসেবে নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পরিবর্তিত পরিস্থিতিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভার বিষয়টি সামলানোর জন্য রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসকে দায়িত্ব দিয়েছেন বলে জানা গিয়েছে।

একইভাবে সভার দায়িত্ব দেওয়া হয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও। সভার জন্য ইতিমধ্যেই দূরবর্তী জেলা থেকে দলীয় কর্মী-সমর্থকেরা এদিনই কলকাতায় আসতে শুরু করেছেন ৷ বৃহস্পতিবার সকাল 10টা'র পর তাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমায়েত হওয়ার কথা। এমতাবস্থায় সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি শেষ পর্যন্ত উপস্থিত থাকতে না-পারেন তাহলে তা দলীয় কর্মীদের কাছে একটা বড় ধাক্কা হতে চলেছে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব ৷ 100 দিনের কর্মীদের নিয়ে দিল্লি চলো থেকে শুরু করে, নব জোয়ার কর্মসূচি, সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই অবস্থায় আগামিকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন, সেটাই এখন দেখার।

আরও পড়ুন

'এজেন্সি দিয়ে শিল্পপতিদের গলা টিপে ধরার চেষ্টা হচ্ছে', কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতার

'ক্যাশলেস ইকোনমি কর্মসংস্থান তৈরি করতে পারে না', ডিজিটাল ভারত মডেলকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার

Last Updated : Nov 23, 2023, 10:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details