পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানের আগে ব্রিটেনের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী - ব্রিটেনের হাইকমিশন

BGBS 2023: মঙ্গলবার শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ আজ, বুধবার সম্মেলনের দ্বিতীয় তথা শেষদিন ৷ মূল অনুষ্ঠান শুরুর আগে ধনধান্যে অডিটোরিয়ামে ব্রিটেনের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

BGBS 2023
BGBS 2023

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 12:52 PM IST

কলকাতা, 22 নভেম্বর: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বড়সড় বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হল । আজ অর্থাৎ বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষদিন ৷ এ দিন সমাপ্তি অনুষ্ঠান রয়েছে ধনধান্য অডিটোরিয়ামে দুপুর 3টে থেকে । কিন্তু তার আগেই একটা হাইপ্রোফাইল বৈঠক হতে চলেছে সেখানে । এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার আলেক্স ইলিস ।

মঙ্গলবার শুরু হয়েছে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ এই সম্মেলনে যুক্তরাজ্য বা ব্রিটেন থেকে 11 সদস্যের প্রতিনিধি দল এসেছে ৷ ওই প্রতিনিধি দলের সঙ্গে গতকালই রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বৈঠক করেন । ওই বৈঠকে ইলেকট্রিক গাড়ি, তার ব্যাটারি থেকে একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় । এরপর রাজ্য সরকারের তরফ থেকে এই বৈঠকের সময় নির্দিষ্ট করা হয় ।

এই বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন ভারতে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার আলেক্স ইলিস ৷ মূলত, রাজ্যে বড়সড় বিনিয়োগ নিয়েই আলোচনা হতে পারে বলে খবর । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেলা সাড়ে 12টায় ধনধান্যে অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে ৷ এই বৈঠকের পর ব্রিটেনের হাইকমিশনার সরাসরি দিল্লি চলে যাবেন ।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনের মূল অনুষ্ঠান শুরুর আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । এখন দেখার এই বৈঠক থেকে সুখবর রাজ্যবাসীর কাছে আসে কি না !

উল্লেখ্য, মঙ্গলবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয় 2023 সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ দু’দিনের এই সম্মেলনে দেশ ও রাজ্য়ের তাবড় শিল্পপতিরা উপস্থিতি ছিলেন ৷ অতিথিদের তালিকায় রিয়ালেন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি, প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর মতো অনেকেই ছিলেন ৷

আরও পড়ুন:

  1. বাণিজ্য সম্মেলন থেকে তাজপুর বন্দরের জন্য নতুন টেন্ডারের ইঙ্গিত, তবে কি আদানিদের সঙ্গে চুক্তি বাদ!
  2. বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন মঞ্চেও কেন্দ্রের 100 দিনের টাকা না দেওয়া নিয়ে সরব মমতা

ABOUT THE AUTHOR

...view details