পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোয় কোরোনা সতর্কতা মেনে চলার জন্য প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

পুজোয় কোরোনা সতর্কতা নিয়ে নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, রাজ্য পুলিশের নিরাপত্তা উপদেষ্টা, রাজ্য পুলিশের DG, কলকাতার পুলিশ কমিশনার ও হাওড়া কর্পোরেশনের কমিশনার, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং অন্যান্য দপ্তরের আধিকারিকদের বৈঠক হয়।

ছবি
ছবি

By

Published : Oct 19, 2020, 5:19 PM IST

কলকাতা, 19 অক্টোবর : পুজোর ঠাকুর দেখার সময় কোরোনা সতর্কতা মেনে চলার জন্য জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি সকলকে সাহায্য করার পরামর্শ দিয়েছেন তিনি । আজ নবান্নে পুজো নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্য প্রশাসনের কর্তা-ব্যক্তিদের টেলিফোনের মাধ্যমে এমনই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।

নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, রাজ্য পুলিশের নিরাপত্তা উপদেষ্টা, রাজ্য পুলিশের DG, কলকাতার পুলিশ কমিশনার ও হাওড়া কর্পোরেশনের কমিশনার, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং অন্যান্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে জেলার সর্বস্তরের প্রশাসনের ভিডিয়ো কনফারেন্স হয় । রাজ্যে কোরোনা পরিস্থিতিতে পুজো পরিচালনা, নিরঞ্জনসহ অন্যান্য বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেন ।

পাশাপাশি পুজোর সময় যাতে নাগরিকরা যথেষ্ট সংখ্যক অ্যাম্বুলেন্স, হাসপাতালের বেড ও সকল রকম স্বাস্থ্য পরিষেবা পান তা সুনিশ্চিত করার পরামর্শ দেন তিনি । এছাড়াও সকলকে পুজোয় ঠাকুর দেখার সময় মাস্ক পরা সুনিশ্চিত করার কথা বলেন ।

ABOUT THE AUTHOR

...view details