পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Modi-Mamata Meeting: গঙ্গা পরিষদের বৈঠকে মুখোমুখি মোদি-মমতা, রাজ্যের দাবি নিয়ে সরব হতে পারেন মুখ্যমন্ত্রী

শুক্রবার কলকাতায় বসতে চলেছে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক (National Ganga Parishad meeting) ৷ বৈঠকের পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ থাকবেন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও ৷

ETV Bharat
জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে শুক্রবার মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

By

Published : Dec 29, 2022, 11:04 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর: সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বারবারই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের পাওনা বকেয়া বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেওয়ার দাবিতে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখাও করেছেন তিনি ৷ কয়েক সপ্তাহ আগে তাঁদের সাক্ষাৎ হয়েছে নয়াদিল্লিতে জি-20 সম্মেলনের প্রস্তুতি বৈঠকেও ৷ শুক্রবার ফের এক মঞ্চে মুখোমুখি হতে চলেছেন মোদি ও মমতা (Narendra Modi and Mamata Banerjee meeting) ৷ তাঁরা যোগ দেবেন জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে (National Ganga Parishad) ৷ তাঁর কলকাতা সফর নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi tweets) ৷

চলতি মাসেই নবান্নে পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷ আর এবার গঙ্গা পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীর মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ নবান্ন সভাঘরের কায়দায় এই বৈঠকেও রাজ্যের দাবি-দাওয়া নিয়ে সরব হতে পারেন মমতা ৷ নবান্ন সূত্র থেকে যতটুকু জানা গিয়েছে তাতে রাজ্যের দাবি-দাওয়া নিয়ে আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি দাবিপত্র পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee may place demands to PM Modi)। রাজ্যের এখনও কী কী বকেয়া প্রাপ্য রয়েছে কেন্দ্রের কাছে, তার তালিকা-সহ বিস্তারিত তথ্যও প্রধানমন্ত্রীর কাছে দাবিপত্র হিসেবে পেশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:শুধু বন্দে ভারতের উদ্বোধন নয়, বাংলাকে প্রায় 8 হাজার কোটির প্রকল্প দেবেন মোদি

জানা গিয়েছে, শুক্রবারের বৈঠকের কথা মাথায় রেখে রাজ্যের আমলাদের দিয়ে বিভিন্ন দফতরে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়ার তালিকা তৈরি করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই তালিকাই প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী । এক্ষেত্রে গঙ্গা থেকে পলি তোলা থেকে শুরু করে, জল বন্টন এমনকি গঙ্গা ভাঙন নিয়ে রাজ্য তার নিজের অবস্থান জানাতে পারে । কেন্দ্রের মূলনীতির কারণে ফি বছর যেভাবে বন্যার জলে রাজ্যকে ডুবতে হচ্ছে তা নিয়েও বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী । এছাড়া এই বৈঠকে আলাদা করে সুন্দরবন মাস্টার প্ল্যান নিয়েও প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বক্তব্য সরাসরি তুলে ধরতে পারেন বাংলার প্রশাসনিক প্রধান (Modi Mamata Meeting in Kolkata) ।

এখনও পর্যন্ত যা খবর তাতে প্রধানমন্ত্রী এবং এরাজ্যের মুখ্যমন্ত্রীর আলাদা করে বৈঠক হওয়ার সম্ভাবনা তেমন নেই । তবে আগামিকাল গঙ্গা পরিষদের বৈঠকের ফাঁকেই রাজ্যের দাবি-দাওয়া ও বিভিন্ন সময় রাজ্যের প্রতি কেন্দ্রের আচরণ নিয়ে সরব হতে পারেন মুখ্যমন্ত্রী । এছাড়া এই বৈঠকে গঙ্গা পাড়ের সৌন্দর্যায়ন-সহ গঙ্গা অ্যাকশন প্ল্যান নিয়ে বিস্তারিত পরিকল্পনা রাজ্যের তরফ থেকে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হতে পারে । রাজ্য সরকার যে গঙ্গার ভাঙ্গন নিয়ে কেন্দ্রীয় সহযোগিতা চেয়েও বারবার সাহায্য পাওয়া থেকে বঞ্চিত হয়েছে তাও এই বৈঠকে উল্লেখ করা হতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details