কলকাতা, 15 অগস্ট: রাজ্যে শিল্প নিয়ে আসার তাগিদে আগামী মাসের মাঝামাঝি স্পেন ও দুবাইয়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লক্ষ্মীলাভের আশায় এবার সুদূর স্পেন এবং দুবাইয়ের পথে পাড়ি দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্ন সূত্রে এমনটাই খবর । আগামী মাসেই হতে পারে এই সফর ।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা হচ্ছে না ৷ কারণ অনেক কিছু উপর নির্ভর করছে তাঁর এই বিদেশ সফর । তবে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর শিল্পায়ন এবং কর্মসংস্থানকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । এক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন এই দুই দেশে সফর করে সেখানকার শিল্প মহল এবং সরকারের কাছে বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানাতে । যতদূর জানা যাচ্ছে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রের বিদেশমন্ত্রকে মুখ্যমন্ত্রীর জন্য এই দুই সফরের অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হয়েছে । এক্ষেত্রে চিঠিতে আগামী মাসের মাঝামাঝি সফরের সময়ের উল্লেখ করা হয়েছে ।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, দুবাইয়ে মুখ্যমন্ত্রী থাকতে চান দুই থেকে তিন দিন । সেখানে থাকা অনাবাসী ভারতীয় এবং ওই দেশের শিল্প বাণিজ্য মহলের কাছে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার ছবি তুলে ধরতে চান তিনি । আলাপ আলোচনার মাধ্যমে রাজ্যে বিনিয়োগের জন্য তাদের আবেদন জানাতে চান । একইভাবে স্পেনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সফর হতে পারে পাঁচ থেকে ছয় দিনের । স্পেনে থাকা অনাবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করে একইভাবে বাংলায় শিল্প বাণিজ্যের যে ইতিবাচক পরিকাঠামো রয়েছে তা তুলে ধরতে চান মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরাসরি তাদের আহ্বান জানাতে চান বাংলায় বিনিয়োগের জন্য ।