পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: 6 জুলাই অস্ত্রোপচার মমতার, তবে যোগ দেবেন বিরোধী জোটের বৈঠকে - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গত সপ্তাহে বাঁ পা ও কোমড়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর জেরে আগামী 6 জুলাই তাঁর একটি ছোট অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

Mamata Banerjee
অস্ত্রোপচার হতে পারে মমতার

By

Published : Jul 4, 2023, 3:01 PM IST

Updated : Jul 4, 2023, 10:52 PM IST

কলকাতা, 4 জুলাই: হেলিকপ্টার বিভ্রাটের পর এখনও গৃহবন্দি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়মিত এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে চলছে চিকিৎসাও। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। কিন্তু এই অবস্থাতেও আগামী 6 জুলাই এসএসকেএম হাসপাতালে তাঁর একটি ছোট অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার মমতা নিজেই একথা জানিয়েছেন এক বেসরকারি সাংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ৷ মমতা অবশ্য আগেই জানিয়েছেন, চোট সারিয়ে পুরোদমে কাজে যোগদান করতে আরও কিছুটা সময় লাগতে পারে তাঁর। ভোট প্রচারে সরাসরি মানুষের কাছে পৌঁছতে না পারার জন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি ৷

চোট সারিয়ে আগামী 17 এবং 18 জুলাই বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলির যে বৈঠক রয়েছে তাতে আদৌ মমতা যোগ দিতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ তবে মুখ্যমন্ত্রী এদিন জানান, ওই দু'দিন তিনি বেঙ্গালুরুতে উপস্থিত থাকবেন বৈঠকে যোগ দিতে ৷ প্রসঙ্গত, গতকালই দুবরাজপুরের ভার্চুয়ালি সভায় কোচবিহারর থেকে জলপাইগুড়ি যেতে হেলিকপ্টার বিভ্রাটে আঘাত পাওয়ার ঘটনা সম্পর্কে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার কোমরে আর পায়ে একটা চোট আছে। আর মাত্র 30 সেকেন্ড দেরি হলেই হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়তে পারত। আপনাদের আর্শীবাদ ও দোয়ায় কোনও রকমে প্রাণে বেঁচেছি। দুর্ঘটনা ঘটলে মৃত্যু পর্যন্ত হতে পারত, তা নিয়েও বিরোধীরা অপপ্রচার করছে। আমি মানুষের কাছে এর বিচার চাইব।" তিনি এও বলেন, "আমি এমনি ঠিক আছি। তবে আমার সুস্থ হতে আরও সাত-আট দিন সময় লাগবে। ছোটখাটো দুই একটা অপারেশন হতে পারে।"

আরও পড়ুন:আজ প্রচারযুদ্ধে মুখোমুখি অভিষেক-শুভেন্দু, ব্যস্ততা তুঙ্গে পূর্ব মেদিনীপুরে

মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকেই মূলত এদিন জল্পনা ছড়িয়েছিল, যেহেতু তিনি অস্ত্রোপচারের দিনক্ষণ নিয়ে ওই মিটিংয়ে কিছু বলেননি। এদিন সেই জল্পনারই অবশান করলেন তিনি ৷ ইতিবাচক দিক হল মমতা নিজেই জানিয়েছেন, তাঁর সুস্থ হতে আরও সাত-আট দিন সময় লাগবে। প্রসঙ্গত, পটনায় বিরোধী বৈঠকে অন্যতম প্রধান মুখ ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের ওই বৈঠকের পর পরবর্তী বৈঠক বসতে চলেছে বেঙ্গালুরুতে ৷ চলতি মাসের 17 এবং 18 তারিখ বৈঠক হবে । রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন ইতিমধ্যেই এই বৈঠকের দিনক্ষণ টুইট করেছেন।

আরও পড়ুন:মস্তিষ্ক বনাম মনের লড়াইয়ে গভীর জটে 'পাওয়ার গেম'! শিন্ডের ভবিষ্যৎ কী?

Last Updated : Jul 4, 2023, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details