কলকাতা, 20 অক্টোবর: সিঙ্গুর থেকে টাটা-দের সিপিএম-ই তাড়িয়েছে ৷ বুধবার উত্তরবঙ্গ সফর চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর নিয়ে বক্তব্য প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক। বিরোধী রাজনৈতিক দলগুলি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ব্যাপক সমালোচনা শুরু করে। বৃহস্পতিবার কালীপুজো উদ্বোধনের মঞ্চ থেকে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন জানবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, তাদের দাবিকেই মান্যতা দিয়েছে সারা দেশ। সিঙ্গুরে তাদের একটাই দাবি ছিল, জোর করে কৃষকের জমি নেওয়া যাবে না। সেই দাবিকে মান্যতা দিয়েছে কেন্দ্রও। কেন্দ্রের এই মান্যতা এসেছে তাদের লড়াইয়ের কারণেই (Mamata Banerjee made explosive comment once again on Singur movement)।
প্রসঙ্গত, উত্তরবঙ্গের বিজয়া সম্মিলনীর মঞ্চে সিঙ্গুর নিয়ে বক্তব্যে বুধবার বামেদের নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সেই আক্রমণ ছিল আরও কড়া। মুখ্যমন্ত্রী বলেন, "গতকাল তার রাজনৈতিক কথা বিকৃত করে লেখা হয়েছে। আমি হয়তো ঠিক করে বলতে পারিনি। কেউ কেউ বলে বেড়াচ্ছে টাটা স্কিলে চাকরি দেবে। সিপিএম-বিজেপি বলে বেড়াচ্ছে। আমরা ভাগাভাগি করি না। এখানে আমি চাই শিল্প। চাকরি হোক।"
এদিন মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, "আমাদের হারাতে আর বামেদের জেতাতে টাটারা বিজ্ঞাপন দিয়েছিল। একইসঙ্গে বামেদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা কৃষকদের জমি কেড়েছেন। জমি কাড়ার সঙ্গে মানুষ মেরেছেন। তাপসী মালিককে পুড়িয়ে মেরেছেন। টাটারা ভোটের সময় আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন করেছিল। আমার কারখানা করা নিয়ে কোনও আপত্তি ছিল না। আমি বলেছিলাম বিকল্প জমি নাও।"