পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: একুশের বিধানসভা নির্বাচনে বামেদের হয়ে বিজ্ঞাপন দিয়েছিল টাটারা: মমতা

এদিন জানবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, তাদের দাবিকেই মান্যতা দিয়েছে গোটা দেশ। সিঙ্গুরে তাদের একটাই দাবি ছিল, জোর করে কৃষকের জমি নেওয়া যাবে না। সেই দাবিকে মান্যতা দিয়েছে কেন্দ্রও। কেন্দ্রের এই মান্যতা এসেছে তাদের লড়াইয়ের কারণেই (Mamata Banerjee made explosive comment once again on Singur movement)।

Mamata Banerjee
একুশের বিধানসভা নির্বাচনে বামেদের হয়ে বিজ্ঞাপন দিয়েছিল টাটারা: মমতা

By

Published : Oct 20, 2022, 10:48 PM IST

কলকাতা, 20 অক্টোবর: সিঙ্গুর থেকে টাটা-দের সিপিএম-ই তাড়িয়েছে ৷ বুধবার উত্তরবঙ্গ সফর চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর নিয়ে বক্তব্য প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক। বিরোধী রাজনৈতিক দলগুলি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ব্যাপক সমালোচনা শুরু করে। বৃহস্পতিবার কালীপুজো উদ্বোধনের মঞ্চ থেকে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন জানবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, তাদের দাবিকেই মান্যতা দিয়েছে সারা দেশ। সিঙ্গুরে তাদের একটাই দাবি ছিল, জোর করে কৃষকের জমি নেওয়া যাবে না। সেই দাবিকে মান্যতা দিয়েছে কেন্দ্রও। কেন্দ্রের এই মান্যতা এসেছে তাদের লড়াইয়ের কারণেই (Mamata Banerjee made explosive comment once again on Singur movement)।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের বিজয়া সম্মিলনীর মঞ্চে সিঙ্গুর নিয়ে বক্তব্যে বুধবার বামেদের নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সেই আক্রমণ ছিল আরও কড়া। মুখ্যমন্ত্রী বলেন, "গতকাল তার রাজনৈতিক কথা বিকৃত করে লেখা হয়েছে। আমি হয়তো ঠিক করে বলতে পারিনি। কেউ কেউ বলে বেড়াচ্ছে টাটা স্কিলে চাকরি দেবে। সিপিএম-বিজেপি বলে বেড়াচ্ছে। আমরা ভাগাভাগি করি না। এখানে আমি চাই শিল্প। চাকরি হোক।"

এদিন মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, "আমাদের হারাতে আর বামেদের জেতাতে টাটারা বিজ্ঞাপন দিয়েছিল। একইসঙ্গে বামেদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা কৃষকদের জমি কেড়েছেন। জমি কাড়ার সঙ্গে মানুষ মেরেছেন। তাপসী মালিককে পুড়িয়ে মেরেছেন। টাটারা ভোটের সময় আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন করেছিল। আমার কারখানা করা নিয়ে কোনও আপত্তি ছিল না। আমি বলেছিলাম বিকল্প জমি নাও।"

আরও পড়ুন:সৌরভে সমব্যথী, বিসিসিআই থেকে 'বাঙালি' বিদায়ে মমতার নিশানায় পদ্মের 'পরিবারতন্ত্র'

মমতা আরও বলেন, "কেউ কেউ বলে বেড়াচ্ছে টাটারা কেন বাংলার ছেলে মেয়েদের চাকরি দেবে। বিজেপি-সিপিএম এটা বলে বেড়াচ্ছে। আমরা কখনও কারও সঙ্গে বৈষম্য করি না। যে বাংলায় বিনিয়োগ করতে চায় করতে পারে। ওরা জানেই না এখানে টাটার কত কী রয়েছে।"

এদিন এই মঞ্চ থেকে দেউচা-পাচামির প্রসঙ্গও চলে আসে মমতার কথায়। বিরোধীদের চুপ করিয়ে মমতা এ প্রসঙ্গে জানান, "ওখানে চাকরি দেওয়া হচ্ছে। এই শনিবার আরও 300 চাকরি দেওয়া হচ্ছে। আদিবাসীদের হাইট কম হয়। পুলিশে তাদের চাকরি দিতে স্পেশাল করে ক্যাবিনেট করে ওখানে চাকরি হচ্ছে। ওখানকার লোকেই তো পাবে চাকরি। আমি কলকাতা থেকে চাকরি করতে যাব? সিপিএম তুমি দেখাও কী করেছ। করতে জানতে হয়।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details