কলকাতা, 26 অগস্ট: ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে 30 অগস্ট মুম্বই যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওইদিনই বাংলার মেয়ে-জামাইয়ের আমন্ত্রণে বচ্চন পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান । যতদূর জানা যাচ্ছে, ওই দিন বিমানবন্দর থেকে সরাসরি অমিতাভ বচ্চনের জুহুর প্রতীক্ষা বাংলোয় পৌঁছতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । ওই দিন রাখি পূর্ণিমা । জানা গিয়েছে, শাহেনশাকে রাখিও পরাতে পারেন মুখ্যমন্ত্রী ।
গত কয়েক বছর ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন । এমনকী একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারের অংশ হয়েছিলেন অমিতাভ-জায়া । এই অবস্থায় জয়া বচ্চনের তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে মুম্বইয়ে তাঁদের বাসভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল । এবার ইন্ডিয়া জোটের বৈঠক মুম্বইয়ে অনুষ্ঠিত হচ্ছে । জয়া বচ্চনের তরফ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে বচ্চন পরিবারের চায়ের আড্ডায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন । ফলে সেই মতোই মুম্বই সফরের শুরুতে জুহুতে যেতে পারেন মুখ্যমন্ত্রী । এক্ষেত্রে অমিতাভ বচ্চনের বাড়ি জলসায় চা-চক্রে যোগ দিতে পারেন তিনি ।