কলকাতা, 28 মে: 2024 লোকসভা ভোটের আগে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির জোটের সলতে পাকানোর কাজ ৷ সেই লক্ষ্যেই এবার বিহারের পটনায় বসতে চলেছে বিরোধী নেতৃত্বের জোট বৈঠক ৷ জানা গিয়েছে, 12 জুন এই বৈঠক অনুষ্ঠিত হবে ৷ সেই বৈঠকে সম্ভবত যোগ দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ উল্লেখ্য, চলতি মাসেই নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন বিহারের প্রধানমন্ত্রী তথা জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার ৷ মূলত নীতীশই এই জোট গঠনের লক্ষ্যে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় সাধন করছেন ৷
নবান্নের বৈঠকের সময়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতীশ কুমারের কাছে অনুরোধ করেছিলেন জোটের দিশা ঠিক করতে প্রথম বৈঠক বিহারে আয়োজন করতে ৷ বাংলার মুখ্যমন্ত্রীর সেই দাবিকে গুরুত্ব দিয়েই অবশেষে বিরোধী জোটের প্রথম বৈঠক হতে চলেছে পটনায় । সেক্ষেত্রে মমতার পটনায় যাওয়া একপ্রকার নিশ্চিত বলেই মনে করা হচ্ছে ৷ যদিও এবিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি ৷
মমতা ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন, থাকবেন তেলেঙ্গার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এনসিপি প্রধান শরদ পাওয়ার, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টি নেতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব প্রমুখ । আরজেডির তরফে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও এই বৈঠকে থাকবেন ৷