পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেতাজি ইন্ডোরে আজ মুখ্যমন্ত্রী, ষষ্ঠ বেতন কমিশন কার্যকর নিয়ে ঘোষণা ? - BJP

ষষ্ঠ বেতন কমিশন কার্যকর নিয়ে আজ ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা ৷

মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Sep 13, 2019, 11:42 AM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : 'সুখবর' আসতে পারে ৷ সপ্তাহদুয়েক আগেই এই ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ এরপরই জল্পনা ছড়ায়, দীর্ঘ টালবাহানার পর অবশেষে কি ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হতে চলেছে? আর সেই জল্পনার মধ্যেই আজ তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওয়াকিবহল মহলের মত, সেই সভায় ষষ্ঠ বেতন কমিশন কার্যকরের কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী ৷

অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে 2015 সালে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল । 6 মাসের মধ্যে সেই রিপোর্ট জমা পড়ার কথা ছিল ৷ কিন্তু, দফায় দফায় কমিশনের মেয়াদ বাড়ানো হয় ৷ তা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ তৈরি হয় ৷ ওয়াকিবহল মহলের বক্তব্য, লোকসভা ভোটে তার ফলও শাসকদল তৃণমূলকে ভুগতে হয়েছে ৷ পোস্টাল ব্যালটের 75 শতাংশ ভোট BJP-র ঝুলিতে গেছিল ৷ এরপর সরকারি কর্মচারীদের মন পেতে তৎপর হয় রাজ্য ৷ ছবিটা বদলাতে শুরু করে ৷ জুনেই অভিরূপ সরকারকে নবান্নে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ এরপরই রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়ায় গতি আসে ৷

ইতিমধ্যে 31 অগাস্ট কসবায় তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বর্ধিত বৈঠকে যোগ দেন শুভেন্দু ৷ সেখানে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন । হাতে পেলেই ইতিবাচক সিদ্ধান্ত নেবেন । আপনাদের একটা ভালো খবর দিচ্ছি । আগামী 13 সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । বেশ কিছু ঘোষণা করবেন তিনি ।" এরপরই জল্পনা ছড়ায়, পুজোর আগেই ষষ্ঠ বেতন কমিশন কার্যকর কথা ঘোষণা করতে পারেন ৷ তাই আজ নেতাজি ইন্ডোরে সভার আগে প্রহর গুনছেন রাজ্য সরকারি কর্মচারী ৷ তাঁদের আশা, অবশেষে সুখবর ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী ৷ আপাতত সেদিকেই নজর তাঁদের ৷

এই সংক্রান্ত আরও খবর :পুজোর আগেই কার্যকর হতে পারে ষষ্ঠ বেতন কমিশন, ইঙ্গিত শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details