কলকাতা, 22 অগস্ট: ব়্যাগিং রুখতে কলকাতা পুলিশের টোল ফ্রি হেল্পলাইন নম্বরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোথাও ব়্যাগিং-এর ঘটনা ঘটলেই এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলেছেন তিনি ৷ এ ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় যাতে গোপন থাকে, কলকাতা পুলিশকে তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু নিয়ে সরগরম গোটা রাজ্য ৷ ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে ব়্যাগিং-এর স্পষ্ট যোগ মিলেছে ৷ সেই কারণে এই মৃত্যুর ঘটনায় ব়্যাগিং-এর ধারা যুক্ত করতে চাইছে কলকাতা পুলিশ ৷ ইতিমধ্যেই 13 জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এই ঘটনায় মৃত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ছাত্রমৃত্যুর যথাযথ তদন্তের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিং-এর ঘটনা রুখতেও তৎপর হয়েছে রাজ্য ৷
সেই মতোই রাজ্যজুড়ে ব়্যাগিং রুখতে 24 ঘণ্টার টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ ৷ মঙ্গলবার নেতাজি ইনডোরে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের মঞ্চ থেকে এই হেল্পলাইন নম্বরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, অ্যান্টি ব়্যাগিং টোল ফ্রি নম্বরটি হবে 18003455678 ৷ কোথাও কোনও প্রতিষ্ঠানে ব়্যাগিং হলে এই নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "আপনি অভিযোগ জানালে আপনার নম্বর গোপন থাকবে ৷ যাতে কেউ অভিযোগকারীর নম্বর না পায়, সে জন্য পুলিশকে সেফটি লকার তৈরি করতে বলছি ৷"
তিনি এ দিন বলেন, "যাদবপুরে যে ঘটনা দেখলাম আমাদের চোখ খুলে গেল । হয়তো অনেক ঘটনাই ঘটে । ছাত্রছাত্রীরা ভয়ে জানায় না। অন্ধ্রপ্রদেশেও এই ধরনের একটা ঘটনা ঘটেছে ৷ আমি সিআইডির হাতে দিয়েছি ঘটনাটা তদন্ত করার জন্য । তারাও তদন্ত শুরু করে দিয়েছে ।"