কলকাতা, 8 জুন: বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন 'ডু ইট নাও' ৷ কার্যত সেই বার্তাই আরও কড়া ভাষায় শোনা গেল এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷ 'সরাসরি মুখ্যমন্ত্রী' প্রকল্প চালু করে রাজ্য প্রশাসনের উদ্দেশে একাধিক দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে, তাঁর কড়া হুঁশিয়ারি, সরাসরি মুখ্যমন্ত্রী-তে ফোন করে অভিযোগ এলে তা কোনওভাবেই ফেলে রাখা যাবে না ৷
বৃহস্পতিবার প্রকল্পের উদ্বোধনের পর রাজ্য প্রশাসনের সচিবদের উদ্দেশেও তিনি রীতিমতো কড়া ভাষায় জানান, কোনও বিষয় এলে তা কেবল নীচের অফিসারদের কাছে পাঠিয়ে দিলে চলবে না ৷ এমনকী সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিলেন মমতা ৷ মুখ্যমন্ত্রীর সাফ জবাব, "অভিযোগ এলে 7 থেকে 10 দিনের মধ্য়ে সমাধান করতে হবে ৷" এর সঙ্গেই এদিন রাজ্যের বিভিন্ন থানার আিসি এবং ওসিদেরও নবান্ন থেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, থানায় বসে থাকা পুলিশের কাজ নয় ৷
এদিন নবান্ন সভাঘর থেকে কেষ্টপুর নয়া সেতু উদ্বোধনের পর 'সরাসরি মুখ্যমন্ত্রী' প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী ৷ আর এরপরই রাজ্য প্রশাসনের কর্তাদের পাশাপাশি আইন-শৃঙ্খলা প্রশ্নে থানার আইসি, ওসিদেরও ঠারোঠোরে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য চাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী ৷ এদিন তিনি জানান, সরাসরি মুখ্যমন্ত্রী-তে ফোন করে কোনও ব্যক্তি অভিযোগ জানালে তা নিয়ে গড়িমশি করলে তা বরদাস্ত করা হবে না ৷ সেমবার থেকে শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 9137091370 নম্বরে রাজ্যের যে কোনও প্রান্ত থেকে যে কোউ তাঁদের অভিযোগ জানাতে পারবেন সরাসরি মুখ্যমন্ত্রীকে ৷ আর সেই অভিযোগ বা আবেদনের ক্ষেত্রে সরকার দ্রুত পদক্ষেপ নিতে হবে বলা মুখ্যমন্ত্রী বলেন, "সব দফতরের সচিবদের বলছি, অভিযোগ আসলে, দেখছি, দেখব তা করলে চলবে না ৷ অথবা কোনও ইস্যু এলে শুধুমাত্র নীচের অফিসারকে পাঠিয়ে দিলে হবে না ৷ সঙ্গে সঙ্গে তার সমাধান করতে হবে ৷ আমি নিজেও তদারকি করব ৷"