কলকাতা, 31 মার্চ: হাওড়ার শিবপুরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, অন্যায়ের সঙ্গে কোনও ভাবেই আপোষ করবেন না তিনি । এই ঘটনা যাঁরা ঘটিয়েছেন তাঁদের কারওকে ছাড়া হবে না । এ দিন একইসঙ্গে রাজ্যের মানুষকে শান্তি বজায় রাখার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী । তাঁর স্পষ্ট বার্তা, রামনবমী এবং রমজানে সবাই যার যার ধর্ম পালন করুন । কোনও বাধা নেই । কিন্তু শান্তি বজায় রাখুন ।
এ দিন রাজ্যের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হাওড়ার ওই গোষ্ঠী সংঘর্ষের ঘটনার কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান । তিনি বলেন, "গত 48 ঘণ্টা ধরেই আমি হাত জোড় করে সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করেছি, আপনারা রামনবমী পালন করুন, রমজানও পালন করুন, কিন্তু সবাই শান্তি বজায় রাখুন । ধর্ম কখনও অশান্তিকে প্রশ্রয় দেয় না । ধর্ম শান্তির কথা বলে, ধর্ম মানবিকতার কথা বলে । এটা বিজেপির প্ল্যান ছিল । যেমন করেই হোক এই অশান্তির ঘটনা ঘটানোই ছিল লক্ষ্য । হাওড়ার ঘটনা সেই পরিকল্পনার ফসল ।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বৃহস্পতিবার দেশের প্রায় একশটি জায়গায় বিজেপি এ ধরনের হিংসার ঘটনা ঘটিয়েছে । হাওড়ার ঘটনা খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, "আমি বারবার বলেছিলাম যেন ওই রুটে মিছিল না ঢোকে । তা সত্ত্বেও ক্রিমিনালরা সেই নির্দেশ অমান্য করে এই ঘটনা ঘটিয়েছে ।" মুখ্যমন্ত্রীর মতে, এটা কোনও ধর্মীয় মিছিল ছিল না । দুষ্কৃতীরা বন্দুক, পেট্রল বোমা, ছাড়াও আরও কিছু জিনিস নিয়ে এটা করেছে অন্য একটা সম্প্রদায়কে বিরক্ত করার জন্য। ওখানে সংখ্যালঘুরা থাকে । এখানে গিয়ে হামলা করা হয়েছে, তাঁদের দোকান ভাঙা হয়েছে ।
এ দিন সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, রমজান মাসে সংখ্যালঘু মানুষেরা উপবাস করেন । তাঁরা খারাপ কাজকর্ম থেকে দূরে থাকেন । তাঁদের ওখানে শান্তির পরিবেশে গিয়ে অশান্তি করেছেন কিছু লোক । একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন হাওড়ার ক্ষেত্রে কিয়দংশে পুলিশি ব্যর্থতা রয়েছে । মুখ্যমন্ত্রীর ভাষায়, "এই জায়গাতে অবশ্যই পুলিশের ব্যর্থতা আছে । আমি স্বীকার করি এবং আমি অ্যাকশন নেব ।"
মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত এই ঘটনায় 31জন গ্রেফতার হয়েছেন । তিনি আশ্বাস দিয়ে বলেছেন, "আমি আজকেও আবেদন করব জুম্মার নমাজ রয়েছে । মুসলমান ভাই-বোনেরা রোজা করছেন, রমজান করছেন শান্তিপূর্ণভাবে করুন । আর আমি কি অ্যাকশান নিই আমার দিকে তাকিয়ে থাকুন । আমি কোনও অন্যায়কে প্রশ্রয় দেব না । এই দুষ্কৃতীরা যাঁদের ঘরবাড়ি ভেঙেছে, তাঁদের সম্পূর্ণভাবে আমরা সাহায্য করব ।"