কলকাতা, 24 মে: কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সংঘাত আরও তীব্র করতে চলেছে তৃণমূল ৷ আগামী 28 তারিখ নতুন সংসদ ভবনের উদ্বোধনে থাকছে না তৃণমূল কংগ্রেস, তা আগেই জানিয়েছিল দল ৷ এবার নীতি আয়োগের বৈঠকেও দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে নিজের মুখে নীতি আয়োগের বৈঠকে যোগ দেয়ার কথা জানালেও বুধবার তৃণমূল সূত্রে খবর, দিল্লি যাচ্ছেন না মমতা ৷ পাশাপাশি কে তাঁর হয়ে প্রতিনিধিত্ব করবেন নীতি আয়োগের বৈঠকে তা অবশ্য জানা যায়নি ৷
দিন কয়েক আগে সাংবাদিক সম্মেলন করে নীতি আয়োগ নিয়ে কার্যত ক্ষোভ উপড়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নীতি আয়োগের বৈঠকে তাঁকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় ৷ তারপরও তাঁকে বলতে দেওয়া হয় না । এবার সরাসরি সংঘাতের পথে হেঁটে নীতি আয়োগের বৈঠক থেকে নিজেকে সরিয়ে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রে খবর, 27 তারিখ নির্ধারিত দিনে তিনি দিল্লি যাচ্ছেন না। আগে ঠিক হয়েছিল নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে 26 তারিখ অর্থাৎ শুক্রবার দিল্লি যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে তারপরেই আচমকা নিজের এই অবস্থান পরিবর্তন করলেন তিনি। মনে করা হচ্ছে, রাজ্যের প্রতি বিমাতৃসুলভ আচরণ এবং তাঁকে বলতে না দেওয়ার কারণেই হয়তো নীতি আয়োগের এই বৈঠকে যোগ না দেওয়ার রাস্তাতেই হাঁটলেন তিনি।