কলকাতা, 24 মে:আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার এগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ খাদিকুলে বিস্ফোরণস্থলার পাশাপাশি স্বজনহারাদের সঙ্গেও কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী ৷ সেই সঙ্গে ভয়াবহ বিস্ফোরণের ফলে দল এবং প্রশাসন সম্পর্কে এলাকার মানুষের মনে যে ক্ষত তৈরি হয়েছিল তাতেও প্রলেপ লাগবে বলেই মনে করছে তৃণমূল ৷
এগরার খাদিকুলে ভানু বাগের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় 10 জন নীরিহ গ্রামবাসীর ৷ পরে ওড়িশার হাসপাতালে মৃত্যু হয় ভানু বাগেরও ৷ তা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় ৷ বিস্ফোরণের ভয়াবহতার নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তবে পরবর্তী সময়ে দেখা যায় তৃণমূলের প্রতিনিধিরা ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ৷ বিক্ষোভের জেরে কোনও রকমে এলাকা ছাড়েন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের সাংসদ-বিধায়করা ৷ রাজ্যের শাসকদলের প্রতিনিধিদের দেখে গ্রামবাসীদের 'চোর' স্লোগানও দিতে শোনা গিয়েছিল ৷ ঘটনায় দল এবং স্থানীয় প্রশাসনের ভাবমূর্তিতে যে যথেষ্ট আঘাত লেগেছিল তা ভালো মতোই আঁচ করতে পেরেছেন মুখ্যমন্ত্রী ৷ এবার তাই কাল বিলম্ব না করে নিজেই ঘটনাস্থলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷