কলকাতা, 21 অক্টোবর : পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি প্রবল বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে দার্জিলিং-সহ পাহাড়ের অনেকাংশ৷ আবহাওয়ার খামখেয়ালিতে বিপর্যস্ত পাহাড়। ঘনঘন সেখানে নামছে ধস ৷ এই অবস্থায় পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷
প্রসঙ্গত, ভবানীপুর বিধানসভা উপ-নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা থাকলেও, সেসময় নির্বাচনের কথা ভেবে সেই সফর বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী বিধি লঙ্ঘিত হতে পারে ভেবে প্রায় শেষ মুহূর্তে ওই সফর বাতিল করলেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নির্বাচনের পর তিনি উত্তরবঙ্গে যাবেন। সেই কথাই রাখলেন মমতা। এখনও পর্যন্ত তাঁর যে কর্মসূচি ঠিক হয়েছে সেই অনুযায়ী, রবিবার উত্তরবঙ্গের উদ্দেশে কলকাতা থেকে উড়ে যাবেন তিনি।
24 এবং 25 অক্টোবর শিলিগুড়িতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। এরপর 26 ও 27 অক্টোবর তিনি থাকবেন পাহাড়ে। সেক্ষেত্রে কার্শিয়াং থেকে ভূমিধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। কথা বলতে পারেন পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর নেতাদের সঙ্গেও। এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের আশানুরূপ ফল না হলেও উত্তরবঙ্গকে তিনি যে উপেক্ষা করেন না, তারই প্রমাণ স্বরূপ ভোটের 6 মাসের মধ্যেই দু'বার উত্তরবঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।