নয়াদিল্লি, 17 মে:চব্বিশের ভোটের প্রস্তুতি কর্ণাটক থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু করতে চায় কংগ্রেস ৷ আর সেখানে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে বিরোধী ঐক্যের শক্তিপ্রদর্শনই মূল লক্ষ্য হতে চলেছে কংগ্রেসের ৷ হাত শিবিরের তরফে ইতিমধ্যেই কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷ আমন্ত্রণ গিয়েছে ওড়িশা, বিহার, ছত্তিশগড়, তামিলনাড়ু, তেলেঙ্গানা, রাজস্থান, ঝাড়খণ্ডের মতো অবিজেপি মনোভাবাপন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছেও ৷
আমন্ত্রণ জানানো হয়েছে উত্তরপ্রদেশর প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকেও ৷ আর এই আমন্ত্রণ থেকেই স্পষ্ট মূলত এই শপথগ্রহণকে সামনে রেখেই কর্নাটকের মঞ্চ থেকে বিরোধী জোটের ছবি দেখাতে মরিয়া কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী আমন্ত্রণ স্বীকার করলেও, নবান্ন সূত্রের খবর, শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্ভবত নাও যেতে পারেন মমতা ৷ তবে বিরোধী ঐক্যের ছবিতে থাকলেও আদৌ 24-এর ভোটে কংগ্রেসের নেতৃত্ব তৃণমূলস্বীকার করবে কি না, তা নিয়ে ধন্দে রাজনৈতিক মহল ৷
আগামী বছর দেশে লোকসভা ভোট ৷ তার আগে 20 মে কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদে সিদ্দারামাইয়ার শপথ অনুষ্ঠানের দিনই বিরোধী শক্তি প্রদর্শন করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস ৷ আর সেকারণেই তিক্ততাকে দূরে সরিয়ে রেখে আপাতত অবিজেপি সবক'টি দলকেই পাশে পেতে চাইছে কংগ্রেস ৷ তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সমস্ত সমমনোভাবাপন্ন দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে ৷ এখনও পর্যন্ত যতদূর জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। এদিন নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী নিজে শপথ গ্রহণ অনুষ্ঠানে না-গেলেও তাঁর এক প্রতিনিধি অবশ্যই অনুষ্ঠানে যোগ দেবেন ৷ নবান্নের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সম্ভবত সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠান এড়িয়ে যেতে পারেন ৷ সেক্ষেত্রে তাঁর হয়ে অন্য কেউ সেখানে প্রতিনিধিত্ব করবেন ৷ যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখনই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।