পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata on North Bengal Flood: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে প্রতিনিধি দল, জানালেন মমতা - বিপর্যয় মোকাবিলা প্রতিনিধি দল

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে উচ্চপর্যায়ের বিপর্যয় মোকাবিলা প্রতিনিধি দল পাঠাচ্ছে নবান্ন ৷ টুইটে এ কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata on North Bengal Flood
Mamata on North Bengal Flood

By

Published : Jul 16, 2023, 1:54 PM IST

Updated : Jul 16, 2023, 2:09 PM IST

কলকাতা, 16 জুলাই:নির্বাচন পরবর্তী সময় থেকে প্রকৃতির রোষে ক্রমেই অবস্থা ভয়াবহ হচ্ছে উত্তরবঙ্গে । নিজে উত্তরবঙ্গ সফরে গিয়ে সেখানকার বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠক করে এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ বার উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করতে টিম পাঠাচ্ছে নবান্ন ।

টুইট বার্তা মমতার: আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ সোমবার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উত্তরবঙ্গে যাচ্ছে । যারা উত্তরবঙ্গের বন্যা বিপর্যস্ত এলাকা ঘুরে দেখবে । গত কয়েকদিন ধরেই ভারী বর্ষা হচ্ছে উত্তরবঙ্গে । সেই কারণে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । মুখ্যমন্ত্রীর নির্দেশে এ বার উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হচ্ছে ।

উত্তরবঙ্গে যাচ্ছে উচ্চপর্যায়ের দল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ টুইটে লিখেছেন, "আমার সেচ মন্ত্রীর অধীনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা, সেচ ও কৃষি সচিব-সহ একটি উচ্চপর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা দল বন্যা কবলিত উত্তরবঙ্গে আগামিকাল পাঠানো হচ্ছে । উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে, নদীগুলি ফুলেফেঁপে গিয়েছে, রাস্তাগুলি বিপর্যস্ত হয়েছে, সম্পত্তির ক্ষতি হয়েছে, মানুষ মারা গিয়েছে । জেলাশাসক ও পুলিশ সুপাররা এনডিআরএফ এবং এসডিআরএফের সহায়তায় যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছেন ।"

নিজে নজর রাখছেন মুখ্যমন্ত্রী: তিনি নিজে পাহাড়ের পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যসচিবকেও গোটা বিষয়টি তদারকির নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি ৷ মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি ব্যক্তিগতভাবে মনিটরিং করছি এবং আমার মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার জন্য । এই সংকট মোকাবিলায় কোনও প্রচেষ্টাই বাকি থাকবে না ।"

আরও পড়ুন:ভুটানের বৃষ্টির জলে ভাসছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ, চিন্তিত মুখ্যমন্ত্রী

কারা থাকছেন প্রতিনিধি দলে: এখনও পর্যন্ত যা খবর, তাতে সোমবার সকাল 10টায় এই দল উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবে । কলকাতা বিমানবন্দর থেকে দলটি সরাসরি বাগডোগরায় পৌঁছবে । মুখ্যমন্ত্রী এ দিন টুইট বার্তায় জানিয়েছেন, এই প্রতিনিধিদলে থাকবেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক । এছাড়া এই প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন সেচ কৃষি এবং বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবরাও । আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়ির নির্দিষ্ট যে অংশগুলি বন্যা প্লাবিত হয়েছে এবং এই ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে, সেই সমস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন তাঁরা ।

নিয়মিত যোগাযোগ মুখ্যসচিবের: ইতিমধ্যেই এই জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী দফায় দফায় ওই সমস্ত জেলার ডিএম এবং এসপিদের সঙ্গে বৈঠক করেছেন । প্রয়োজনে এই জেলাগুলিকে এনডিআরএফ এবং এসবিআরএফেরও সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে । মুখ্যসচিব নিজে গোটা বিষয়টির উপর নজর রাখছেন এবং নির্দিষ্ট সময় অন্তর পরিস্থিতির আপডেট মুখ্যমন্ত্রীকে দিচ্ছেন বলে খবর ।

পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই উত্তরবঙ্গের অতিবৃষ্টির পূর্বাভাসের কারণে উদ্বিগ্ন ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । সেই কারণে উত্তরবঙ্গে পঞ্চায়েতের প্রচারে গিয়েই আলাদা করে বন্যা নিয়ন্ত্রণ নিয়ে তিনি বিপর্যয় মোকাবিলা দফতরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । এই মুহূর্তে যখন উত্তরবঙ্গের অবস্থা ক্রমেই জটিল হতে শুরু করেছে, তখন মুখ্যমন্ত্রী কালক্ষেপ না করে রাজ্যের মন্ত্রী এবং সচিবকে পাঠিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলেন বলেই খবর ।

Last Updated : Jul 16, 2023, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details