কলকাতা, 16 জুলাই:নির্বাচন পরবর্তী সময় থেকে প্রকৃতির রোষে ক্রমেই অবস্থা ভয়াবহ হচ্ছে উত্তরবঙ্গে । নিজে উত্তরবঙ্গ সফরে গিয়ে সেখানকার বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠক করে এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ বার উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করতে টিম পাঠাচ্ছে নবান্ন ।
টুইট বার্তা মমতার: আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ সোমবার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উত্তরবঙ্গে যাচ্ছে । যারা উত্তরবঙ্গের বন্যা বিপর্যস্ত এলাকা ঘুরে দেখবে । গত কয়েকদিন ধরেই ভারী বর্ষা হচ্ছে উত্তরবঙ্গে । সেই কারণে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । মুখ্যমন্ত্রীর নির্দেশে এ বার উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হচ্ছে ।
উত্তরবঙ্গে যাচ্ছে উচ্চপর্যায়ের দল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ টুইটে লিখেছেন, "আমার সেচ মন্ত্রীর অধীনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা, সেচ ও কৃষি সচিব-সহ একটি উচ্চপর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা দল বন্যা কবলিত উত্তরবঙ্গে আগামিকাল পাঠানো হচ্ছে । উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে, নদীগুলি ফুলেফেঁপে গিয়েছে, রাস্তাগুলি বিপর্যস্ত হয়েছে, সম্পত্তির ক্ষতি হয়েছে, মানুষ মারা গিয়েছে । জেলাশাসক ও পুলিশ সুপাররা এনডিআরএফ এবং এসডিআরএফের সহায়তায় যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছেন ।"
নিজে নজর রাখছেন মুখ্যমন্ত্রী: তিনি নিজে পাহাড়ের পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যসচিবকেও গোটা বিষয়টি তদারকির নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি ৷ মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি ব্যক্তিগতভাবে মনিটরিং করছি এবং আমার মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার জন্য । এই সংকট মোকাবিলায় কোনও প্রচেষ্টাই বাকি থাকবে না ।"