কলকাতা, 24 অগস্ট: 'অনুরাগের ছোঁয়া' থেকে 'জগদ্ধাত্রী', 'নিম ফুলের মধু', 'গুড্ডি', 'রামপ্রসাদ', 'গাঁটছড়া' না দেখলে মন খারাপ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের । বৃহস্পতিবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে 'টেলি আকাদেমি পুরস্কার' অনুষ্ঠানের শুভ সূচনা করে এ কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তাঁর কথায়, টেলিভিশন হল মানুষের মনের দরজা ৷
এ বারের অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে জুন মালিয়া এবং সাহেব চট্টোপাধ্যায় । মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন, আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়, কার্যনির্বাহী সদস্য রানা মিত্র, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন প্রোডিউসার্স-এর তরফে নীলাঞ্জনা সেনগুপ্ত, অর্কপ্রভ গঙ্গোপাধ্যায়, ফেডারেশন অফ সিনে টেকিনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস এবং যুগ্ম সম্পাদক সুজিত হাজরা ।
2014 সাল থেকে শুরু হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান । এ বার মোট 41টি বিভাগে 66 জনকে পুরস্কার দেওয়া হবে । এ ছাড়াও আজীবন স্বীকৃতি, মরণোত্তর স্বীকৃতি, পাদপ্রদীপের তলায় বিভাগেও অভিনন্দন জানানো হচ্ছে এ বার ।
এ দিনের সন্ধ্যায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি টেলিভিশন চ্যানেলকে মনে করি মানুষের মনের দরজা । মানুষের মনের জাগরণ তৈরি করে এই টেলিভিশন ।"