পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: বহুতলে অত্যাধুনিক কার পার্কিং, আলিপুরে 'সম্পন্ন' উদ্বোধন মুখ্যমন্ত্রীর - কলকাতার খবর

আলিপুরে (Alipore) অত্যাধুনিক কার পার্কিং ব্যবস্থার (Multilevel Car Parking) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ কেমন হবে এই পরিষেবা ?

Mamata Banerjee Inaugurates new Multilevel Car Parking in Alipore
সম্পন্ন !

By

Published : Jan 9, 2023, 7:22 PM IST

কলকাতা, 9 জানুয়ারি:সোমবার কলকাতার আলিপুরে (Alipore) অত্যাধুনিক কার পার্কিং ভবনের (Multilevel Car Parking) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ একইসঙ্গে, এই মঞ্চ থেকেই এদিন 'ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস' (Vehicle Location Tracking Device) বা ভিএলটিডি (VLTD) ব্যবস্থাপনারও সূচনা করলেন তিনি ৷

অনুষ্ঠান মঞ্চ থেকে দেওয়া ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন পরিকল্পনা নিয়েছে ৷ আজ যে কার পার্কিং কমপ্লেক্সটি উদ্বোধন করা হল, তার নাম দেওয়া হল, 'সম্পন্ন' ৷ আগামিদিনে এই এলাকায় যাঁরা ঘুরতে আসবেন, তাঁদের কার পার্কিংয়ের জন্য এটি গুরুত্বপূর্ণ জায়গা হবে ৷ আর রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখতে হবে না ৷ ফলে এই এলাকায় ভালোভাবে যানবাহন চলাচল করতে পারবে ৷"

আরও পড়ুন:হেলিপ্যাড উদ্বোধন করেই অসুস্থ সাংবাদিককে এয়ারলিফট করানোর নির্দেশ মমতার

এদিন মুখ্যমন্ত্রী জানান, "আলিপুর জেলের একটি বিস্তীর্ণ অংশে নতুন 'সিটি' তৈরি করা হবে ৷ তবে এর 'হেরিটেজ' অংশকে অক্ষুন্ন রাখা হচ্ছে ৷ ইতিমধ্যেই এই হেরিটেজ অংশে আলিপুর মিউজিয়াম তৈরি হয়েছে ৷ প্রতিদিন সেখানে বাচ্চাদের নিয়ে প্রচুর মানুষ আসেন ৷ সবটাই সুন্দর করে সাজানো হয়েছে ৷" মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নবনির্মিত এই কার পার্কিং সেন্টারে একসঙ্গে প্রায় 400টি গাড়ি রাখা যাবে ৷ পুরো ব্যবস্থাপনাটি সচল রাখতে ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি ৷ আপাতত এই কার পার্কিং সেন্টারটি ছ'তলার হলেও আগামী দিনে আরও চারতলা বাড়ানো হবে ৷

এদিন রাজ্য পরিবহণ দফতর ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে চালু হওয়া ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "সমাজে যেমন ভালো মানুষ আছে, তেমন কিছু দুষ্টু মানুষও আছে ৷ এই অবস্থায় পথে বেরোনো মহিলাদের নিরাপত্তার কথা ভেবেই মূলত পরিবহণ দফতর এবং পুলিশের যৌথ উদ্যোগে এই ব্যবস্থা চালু করা হয়েছে ৷ এই ব্যবস্থার মাধ্যমে সব গাড়িতেই পুলিশ এবং পরিবহণ দফতরের নজরদারি থাকবে ৷ গাড়িগুলি অতিরিক্ত দ্রুত গতিতে দৌড়চ্ছে কিনা, সেদিকেও নজর রাখা যাবে ৷ সমস্ত বাণিজ্যিক গাড়িতে এই ব্যবস্থাপনা থাকবে ৷ কোনও অঘটন ঘটলে 'প্যানিক বাটন' টিপে সরাসরি পুলিশের সাহায্য নেওয়া যাবে ৷"

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী জানান, "ধনধান্য স্টেডিয়াম তৈরি হয়ে গিয়েছে ৷ শুধুমাত্র দু'টি গেট তৈরি করার জন্য এটি উদ্বোধন করা যাচ্ছে না ৷" এই মঞ্চ থেকেই হিডকোকে তিনি নির্দেশ দিয়েছেন, পয়লা বৈশাখের আগেই এই কাজ শেষ করতে হবে ৷ কারণ, আগামী বাংলা নববর্ষের আগেই কলকাতার নবতম আকর্ষণ, এই শঙ্খ আকৃতির স্টেডিয়াম তথা অডিটোরিয়ামের উদ্বোধন করে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি, আলিপুরকে দ্রুত সবুজ নগরী হিসাবে গড়ে তুলতে চান মমতা ৷ সেই কাজে গতি আনতে মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details