পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Assembly: বিধানসভার স্মারক ভবনের উদ্বোধন মমতার, অনুপস্থিত বিরোধীরা - বিধানসভার স্মারক ভবনের উদ্বোধন মমতার

শুক্রবার বিধানসভার স্মারক ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee inaugurates new building in Assembly) ৷ তবে এই অনুষ্ঠানে যোগ দেননি শুভেন্দু অধিকারী-সহ বিরোধী বিধায়করা ৷ তাঁর বক্তব্যে এই প্রসঙ্গটিও তোলেন মমতা ৷

ETV Bharat
WB assembly new building

By

Published : Nov 25, 2022, 11:00 PM IST

কলকাতা, 25 নভেম্বর: বিধানসভার অন্দরে সৌজন্যের পরও নতুন ভবনের উদ্বোধনে অনুপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিরোধী বিধায়কেরা । আর তাই বিধানসভার স্মারক ভবনের উদ্বোধনে এসে বিরোধী শিবিরের এই গরহাজিরা নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, "এই অনুষ্ঠানে সবাই এসেছেন ৷ বিরোধী দলনেতা-সহ বিরোধী বিধায়কেরা থাকলে খুশি হতাম ।" উল্লেখ্য, এদিনই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী ৷

প্রসঙ্গত শুক্রবারই বিধানসভায় একটি নয়া ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee inaugurates new building in Assembly) । প্রায় 25 কোটি টাকা ব্যায় করে পাঁচতলা এই ভবনে তৈরি হয়েছে বিধানসভার একটি সংগ্রহশালা । স্বাধীনতার আগে থেকেই পরিষদীয় রীতি-নীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিধানসভার গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে । এই সংগ্রহশালায় সেই ইতিহাসকে সংরক্ষণ করা হবে । নতুন এই ভবনে সংগ্রহশালা ছাড়াও থাকছে একটি বিশাল অডিটোরিয়াম ৷ যেখানে 400 জন একসঙ্গে বসে অনুষ্ঠান দেখতে পারবেন । থাকবে ডিজিটাল লাইব্রেরি । এছাড়া থাকছে কনফারেন্স হল । বিধায়কদের মিটিং করার জন্য ঘর ইত্যাদি ।

আরও পড়ুন: বিধানসভায় শুভেন্দুকে ঘরে ডাকলেন মমতা ! সৌজন্য সাক্ষাতে তোলপাড় রাজ্য-রাজনীতি

আসলে দীর্ঘদিন ধরেই বিধানসভার মধ্যে জায়গা সংকুলান হওয়া নিয়ে একটি সমস্যা ছিল । নয়া ভবনের উদ্বোধনের সঙ্গে সেই সমস্যার সমাধান হল (West Bengal Assembly) । প্রসঙ্গত এদিন সংবিধান দিবসের প্রাক্কালে এই ভবনের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রীর মুখে উঠে এসেছে বিধানসভার ইতিহাসের প্রসঙ্গ । তবে এদিন তাঁর ছোট্ট বক্তব্যে তার থেকে বড় হয়ে দেখা দিয়েছে বিরোধী দলনেতার অনুপস্থিতির বিষয়টি । প্রসঙ্গ অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলনেতার নামও মঞ্চে উপস্থিত হওয়ার জন্য ঘোষণা করা হয় ।

কিন্তু বিরোধী দলনেতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ৷ বরং তিনি ব্যস্ত ছিলেন বিধানসভার গেটের বাইরে সাংবাদিক সম্মেলনে । সেখানে অভিযোগ করেন, এই অনুষ্ঠানের জন্য তৈরি করা কার্ডে বিরোধী দলনেতার নাম নেই । এমনটি করে শাসক পক্ষ বিরোধীদের উপেক্ষা করেছে । আর সেই কারনেই এই অনুষ্ঠানে উপস্থিত হননি তাঁরা (opposition absent from assembly programme)।

আরও পড়ুন:দলতন্ত্র বনাম এজেন্সিরাজ ! সংবিধান নিয়ে আলোচনায় তরজা মমতা-শুভেন্দুর

যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, খুব ছোট্ট পরিসরে এই অনুষ্ঠান করা হয়েছে । তাই মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষ ছাড়া কারও নাম এখানে উল্লেখ করা হয়নি । এই নিয়ে রাজনীতি করার কোনও কারন নেই । এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে আকস্মিকভাবে মৃত্যু হওয়া বিধানসভার এক মহিলা কর্মীর স্মৃতি উঠে আসে । তিনি জানান, ওই মহিলাকর্মী তাঁর জন্য বিধানসভায় চা বানাতেন । কিন্তু আকস্মিক ব্রেনস্টোকে তাঁর মৃত্যু হয় । তাই তাঁর যেন একটা ছবি বিধানসভায় লাগানো হয় । এদিন এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Assembly) জানিয়েছেন, এবার আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন বলিউড বাদশা শাহরুখ খান এবং প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন এবার চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন । এদিন শাহরুখের সম্মতির কথাও জানিয়ে দিলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details