কলকাতা, 18 জানুয়ারি:47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উদ্বোধনের আগেই বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি ৷ এ দিন তিনি জানিয়েছেন যে, এবারের বইমেলায় তাঁর মোট প্রকাশিত বইয়ের সংখ্যা হবে 143 ৷ আর সাতটা বই লিখে সামনের বছর বইমেলাতেই 150-র কোটা পূর্ণ করবেন বলে জানিয়েছেন তিনি ৷
এ দিন মেলার উদ্বোধনের আগেই বিকেল সাড়ে তিনটে নাগাদ বইমেলায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী ৷ তাঁর সঙ্গে ছিলেন দোলা সেন, ফিরহাদ হাকিম, সুজিত বসু, নগরপাল বিনীত গোয়েল-সহ আরও অনেকে ৷ কলকাতা বইমেলায় এ বারের থিম কান্ট্রি ব্রিটেন ৷ বইমেলার উদ্বোধন করে ব্রিটেনের প্রতিনিধিদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, লন্ডনের প্রতিটি রাস্তা তাঁর চেনা ৷ কারণ সেখানে গেলে গাড়িতে নয়, পায়ে হেঁটেই সব রাস্তায় ঘুরে বেড়ান ৷ বাংলার অনেক ছেলেমেয়ে ব্রিটেনে কাজ করে ও পড়াশোনা করে, এ কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন যে, বাংলার সঙ্গে ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ভালো ৷
এ বছর বইমেলায় তাঁর কতগুলো বই প্রকাশ পাচ্ছে সেই তথ্যও এ দিন দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "এতদিন আমার 136টি বই ছিল ৷ আর এ বারের বই প্রকাশ পেলে আমার মোট বই হবে 143টি ৷ সামনের বছর আর সাতটা লিখব ৷ 150 হয়ে যাবে ৷ রাস্তায় যেতে যেতে লিখতে ভালো লাগে ৷ টাইম পাই না ৷ যাঁরা আমার সঙ্গে ট্রাভেল করে, আমি বলব তাঁরা লিখে নিলে সবচেয়ে ভালো হত ৷ নিজে হাতে লেখার সময় হয়ে ওঠে না ৷"