কলকাতা, 30 জানুয়ারি: দিল্লিতে হবে বাংলা বইমেলা ৷ 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন (Mamata Inaugurates 46th Kolkata Book Fair) করে নিজের এই ইচ্ছের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ ব্যাপারে রাজ্য সরকার সব সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি ৷ এ দিন বইমেলার (Kolkata Book Fair 2023) উদ্বোধন করে বাস পরিষেবা বাড়ানোর জন্য পরিবহণ মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷
46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন: সোমবার সল্টলেকে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে বিশেষ সম্মান জানান তিনি ৷ এ দিন তিনি বলেন, "কলকাতা বইমেলা আক্ষরিক অর্থেই আন্তর্জাতিক বইমেলা ৷ বিভিন্ন দেশের পাশাপাশি বিভিন্ন রাজ্যও কলকাতা বইমেলায় অংশগ্রহণ করে ৷ এই বইমেলা সবার মন ছুঁয়ে গিয়েছে ৷"
দিল্লিতে বাংলার বইমেলা চান মমতা: তবে এ বার বাংলার বইমেলাকে রাজধানীতে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এ দিন বলেছেন, তিনি চান বাংলা বইমেলা দিল্লিতে হোক ৷ সে ক্ষেত্রে প্রয়োজনে রাজ্য সবরকম সাহায্য করবে বলে জানান তিনি । মুখ্যমন্ত্রীর কথায়, "দিল্লিতেও আমাদের বইমেলা করা উচিত ৷ বাংলা বইমেলা হবে দিল্লিতে ৷ প্রতিটি জেলা তাতে অংশগ্রহণ করবে ৷ সব ধর্ম, বর্ণ, জাতপাতের মানুষ সেখানে অংশ নেবে ৷ আমরা সেখানে অন্যান্য দেশকেও আমন্ত্রণ জানাব ৷ তাতে যা লাগবে, যে ব্যবস্থা করতে হবে তা সব আমরাই করে দেব ৷"
'রাজনৈতিক লোকেরা কি বই লিখতে পারেন না ?': কোনও নেতিবাচক দিকে না গিয়ে মহিলাদের ক্ষমতায়নে, দারিদ্র্য দূর করতে এ দিন সবাইকে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর মতে, বাংলাই হল জাতীয় সংস্কৃতির রাজধানী ৷ সেই কারণে গণতন্ত্র রক্ষায় সবাইকে কণ্ঠ তোলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "উইপোকা কামড়ালেও দেখানো হয় । ভালো বই লিখলে তা পর্যালোচনা করা হয় না ৷ রাজনৈতিক লোকেরা কি বই লিখতে পারেন না ? রাজনৈতিক লোক তো আগে সামাজিক জীব ।"
'আমিও সমালোচনার ঊর্ধ্বে নই': তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, "আমিও সমালোচনার ঊর্ধ্বে নই ৷ কোনও সমালোচনা থেকে যদি কিছু শিখতে পারি তাহলে তার থেকে ভালো কিছু হয় না ৷ সমালোচনা থেকে রোজ কিছু শিখি ৷"